মেয়েদের ক্রিকেটেও আবাহনী-মোহামেডান
মোহামেডান জিতলেই চ্যাম্পিয়ন, আবাহনী জিতলে শিরোপা নির্ধারণ হবে রানরেটে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ আবাহনী-মোহামেডান শেষ ম্যাচের আগে এমন সমীকরণের সামনেই দাঁড়িয়ে তৃতীয় মহিলা ক্লাব ক্রিকেট লিগ।
কাল সিটি ক্লাব মাঠে আজাদ স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও এখন শিরোপাপ্রত্যাশী। জয়ী দলের তিথি রানী ৬ রানে ৪ উইকেট নিয়েছেন। আজ মোহামেডান জিতলে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। আর আবাহনী জিতলে আবাহনী, মোহামেডান এবং শেখ জামাল—এই তিন দলের পয়েন্টই হবে ৮ করে। তখন শিরোপা নির্ধারিত হবে রানরেটে। অন্যদের তুলনায় রান রেট ভালো বলে এখানেও মোহামেডানের সম্ভাবনাই বেশি। মোহামেডান ও শেখ জামালের পয়েন্ট এখন ৮ করে, আবাহনীর ৬।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কালকের অন্য ম্যাচে বিকেএসপি ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে গুলশান ইয়ুথ ক্লাবকে। বিকেএসপির ওপেনার শারমিন আক্তার করেছেন ৯৫ রান।
কাল সিটি ক্লাব মাঠে আজাদ স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও এখন শিরোপাপ্রত্যাশী। জয়ী দলের তিথি রানী ৬ রানে ৪ উইকেট নিয়েছেন। আজ মোহামেডান জিতলে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। আর আবাহনী জিতলে আবাহনী, মোহামেডান এবং শেখ জামাল—এই তিন দলের পয়েন্টই হবে ৮ করে। তখন শিরোপা নির্ধারিত হবে রানরেটে। অন্যদের তুলনায় রান রেট ভালো বলে এখানেও মোহামেডানের সম্ভাবনাই বেশি। মোহামেডান ও শেখ জামালের পয়েন্ট এখন ৮ করে, আবাহনীর ৬।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কালকের অন্য ম্যাচে বিকেএসপি ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে গুলশান ইয়ুথ ক্লাবকে। বিকেএসপির ওপেনার শারমিন আক্তার করেছেন ৯৫ রান।
No comments