টুইটারে নেলসন ম্যান্ডেলা
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে ভক্তরা এখন সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারে পাবেন। রিচার্ড মিলিংটন নামের একজন ব্রিটিশ নাগরিক টুইটারে ম্যান্ডেলার নামে একটি অ্যাকাউন্ট খোলেন। তবে ম্যান্ডেলার ফাউন্ডেশন ‘নেলসন ম্যান্ডেলা সেন্টার অব মেমোরি’ ওই অ্যাকাউন্টটি তাদের দিয়ে দিতে অনুরোধ জানালে তিনি সম্মত হন। গতকাল সোমবার ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়।
ম্যান্ডেলা ফাউন্ডেশনের মুখপাত্র সেলো হাতাঙ্গ বলেন, ‘গত সপ্তাহে আমরা মিলিংটনের সঙ্গে যোগাযোগ করি। টুইটারে খোলা তাঁর অ্যাকাউন্টটি আমাদের দেওয়ার অনুরোধ জানালে তিনি নির্দ্বিধায় রাজি হন। গত শুক্রবার থেকে নেলসন ম্যান্ডেলা সেন্টার অব মেমোরি এটি ব্যবহার করছে। তার পর থেকে টুইটারের এ পেজে ম্যান্ডেলা ফাউন্ডেশনের লোগো ব্যবহার করা হচ্ছে।
ম্যান্ডেলা ফাউন্ডেশনের মুখপাত্র সেলো হাতাঙ্গ বলেন, ‘গত সপ্তাহে আমরা মিলিংটনের সঙ্গে যোগাযোগ করি। টুইটারে খোলা তাঁর অ্যাকাউন্টটি আমাদের দেওয়ার অনুরোধ জানালে তিনি নির্দ্বিধায় রাজি হন। গত শুক্রবার থেকে নেলসন ম্যান্ডেলা সেন্টার অব মেমোরি এটি ব্যবহার করছে। তার পর থেকে টুইটারের এ পেজে ম্যান্ডেলা ফাউন্ডেশনের লোগো ব্যবহার করা হচ্ছে।
No comments