আজ সিডন্সের বিদায় সংবর্ধনা
বাংলাদেশ থেকে বিদেশি কোচদের ফেরাটা বেশির ভাগ সময়ই সুখকর হয় না। সেদিক থেকে জেমি সিডন্স ভাগ্যবান। ইচ্ছে ছিল বাংলাদেশেই থেকে যাওয়ার। সেটা হয়তো হয়নি, কিন্তু বিদায়বেলায় অন্তত তিক্ত অভিজ্ঞতা নিয়ে যেতে হচ্ছে না অস্ট্রেলীয় কোচকে। বরং বিসিবি আজ তাঁকে দিচ্ছে বিদায় সংবর্ধনা। আজ বেলা একটায় বিসিবি কার্যালয়েই এই সংবর্ধনা অনুষ্ঠান।
সিডন্সের সংবর্ধনা ছাড়াও আজ গুরুত্বপূর্ণ এক বোর্ড সভায় বসছেন বিসিবির কর্তারা। আলোচনার মুখ্য বিষয় নতুন নির্বাচক কমিটি। শোনা যাচ্ছে, নতুন প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে বর্তমান নির্বাচকদের একজন আকরাম খান। নতুন নির্বাচক কমিটিতে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার আসতে পারেন বলে গুঞ্জন ছিল অনেক দিন ধরেই। কিন্তু শেষ পর্যন্ত হাবিবুল নির্বাচক কমিটিতে আসবেন কি না নিশ্চিত নয়। তাঁর বিকল্প হিসেবে উঠে এসেছে আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদের নাম।
সিডন্সের সংবর্ধনা ছাড়াও আজ গুরুত্বপূর্ণ এক বোর্ড সভায় বসছেন বিসিবির কর্তারা। আলোচনার মুখ্য বিষয় নতুন নির্বাচক কমিটি। শোনা যাচ্ছে, নতুন প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে বর্তমান নির্বাচকদের একজন আকরাম খান। নতুন নির্বাচক কমিটিতে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার আসতে পারেন বলে গুঞ্জন ছিল অনেক দিন ধরেই। কিন্তু শেষ পর্যন্ত হাবিবুল নির্বাচক কমিটিতে আসবেন কি না নিশ্চিত নয়। তাঁর বিকল্প হিসেবে উঠে এসেছে আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদের নাম।
No comments