সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে সাতজন নিহত
সিরিয়ার হমস শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাতজন নিহত হয়েছে। অধিকারকর্মীরা গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দামেস্কের ১৬০ কিলোমিটার উত্তরে হমস শহরের বাব বা এলাকায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে সাতজন মারা যায়।
এক সপ্তাহ আগে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি গত শনিবার নিরাপত্তা হেফাজতে মারা যাওয়ার খবর প্রকাশের পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর লোকজন বিক্ষোভ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রোববার তালবিশে শহরের কাছে এক শোক মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে। এদিন সিরিয়ার ৬৫তম স্বাধীনতাবার্ষিকীতে বিরোধী দল বিক্ষোভের ডাক দেয়। প্রেসিডেন্ট বাসার আল-আসাদের প্রস্তাবিত সংস্কার কর্মসূচি প্রত্যাখ্যান করে তারা এই বিক্ষোভ আহ্বান করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দামেস্কের ১৬০ কিলোমিটার উত্তরে হমস শহরের বাব বা এলাকায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে সাতজন মারা যায়।
এক সপ্তাহ আগে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি গত শনিবার নিরাপত্তা হেফাজতে মারা যাওয়ার খবর প্রকাশের পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর লোকজন বিক্ষোভ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রোববার তালবিশে শহরের কাছে এক শোক মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে। এদিন সিরিয়ার ৬৫তম স্বাধীনতাবার্ষিকীতে বিরোধী দল বিক্ষোভের ডাক দেয়। প্রেসিডেন্ট বাসার আল-আসাদের প্রস্তাবিত সংস্কার কর্মসূচি প্রত্যাখ্যান করে তারা এই বিক্ষোভ আহ্বান করে।
No comments