ডেকানের কাছে দিল্লির হার
বিশ্বকাপটা অসাধারণ কেটেছে। কিন্তু আইপিএলে সময়টা ভালো কাটছে না বীরেন্দর শেবাগের। চার ম্যাচের তিনটিতেই যে হারের মুখ দেখতে হলো দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ককে!
আইপিএলে দিনের প্রথম খেলায় সানি সোহালের ৬২ আর অধিনায়ক কুমার সাঙ্গাকারার ৪৯ রানের ওপর ভর করে ৪ উইকেটে ১৬৮ রান তোলে ডেকান চার্জার্স। জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের ৫১ রানের ইনিংসের পরও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান তুলতে সক্ষম হয় দিল্লি। শেবাগের দলের হার ১৬ রানে।
এ জয়ের ফলে পাঁচ ম্যাচে দুই জয়ে ডেকান চার্জার্সের অর্জন ৪ পয়েন্ট। আর চার ম্যাচে এক জয়ে দিল্লি ডেয়ারডেভিলসের খাতায় আছে ২ পয়েন্ট।
আইপিএলে দিনের প্রথম খেলায় সানি সোহালের ৬২ আর অধিনায়ক কুমার সাঙ্গাকারার ৪৯ রানের ওপর ভর করে ৪ উইকেটে ১৬৮ রান তোলে ডেকান চার্জার্স। জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের ৫১ রানের ইনিংসের পরও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান তুলতে সক্ষম হয় দিল্লি। শেবাগের দলের হার ১৬ রানে।
এ জয়ের ফলে পাঁচ ম্যাচে দুই জয়ে ডেকান চার্জার্সের অর্জন ৪ পয়েন্ট। আর চার ম্যাচে এক জয়ে দিল্লি ডেয়ারডেভিলসের খাতায় আছে ২ পয়েন্ট।
No comments