এমআই সিমেন্টের তালিকাভুক্তি অনুমোদন করেনি ডিএসই
প্রাথমিক শেয়ারে অতিরিক্ত মূল্য নির্ধারণ করায় এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের (ক্রাউন সিমেন্ট) তালিকাভুক্তির প্রস্তাব অনুমোদন করেনি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির আবেদন নাকচ করা হয় বলে এসইসি সূত্রে জানা যায়।
১০ টাকা অভিহিত মূল্যের তিন কোটি শেয়ার ছেড়ে বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৩৪ কোটি টাকা সংগ্রহ করেছে এমআই সিমেন্ট। ১০১ টাকা ৬০ পয়সা প্রিমিয়ামসহ এই কোম্পানির প্রতিটি শেয়ারের বরাদ্দ মূল্য নির্ধারণ করা হয় ১১১ টাকা ৬০ পয়সা। গত ৯-১৩ জানুয়ারি স্থানীয় বিনিয়োগকারী এবং ২২ জানুয়ারি পর্যন্ত প্রবাসীদের কাছ থেকে আইপিও আবেদন গ্রহণ করা হয়। পরে ৯ ফেব্রুয়ারি লটারির মাধ্যমে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়।
ডিএসইর তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী ২১ এপ্রিল এমআই সিমেন্টের তালিকাভুক্তির সময়সীমা শেষ হবে। ওই সময়ের মধ্যে তালিকাভুক্ত হতে ব্যর্থ হলে কোম্পানিকে আইপিওর টাকা ফেরত দিতে হবে। তবে একই ধরনের সমস্যায় তালিকাভুক্তি আটকে যাওয়ার পর এসইসিতে আবেদন করে দুই দফা সময় বাড়িয়ে নিয়েছে এমজেএল বাংলাদেশ লিমিটেড।
১০ টাকা অভিহিত মূল্যের তিন কোটি শেয়ার ছেড়ে বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৩৪ কোটি টাকা সংগ্রহ করেছে এমআই সিমেন্ট। ১০১ টাকা ৬০ পয়সা প্রিমিয়ামসহ এই কোম্পানির প্রতিটি শেয়ারের বরাদ্দ মূল্য নির্ধারণ করা হয় ১১১ টাকা ৬০ পয়সা। গত ৯-১৩ জানুয়ারি স্থানীয় বিনিয়োগকারী এবং ২২ জানুয়ারি পর্যন্ত প্রবাসীদের কাছ থেকে আইপিও আবেদন গ্রহণ করা হয়। পরে ৯ ফেব্রুয়ারি লটারির মাধ্যমে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়।
ডিএসইর তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী ২১ এপ্রিল এমআই সিমেন্টের তালিকাভুক্তির সময়সীমা শেষ হবে। ওই সময়ের মধ্যে তালিকাভুক্ত হতে ব্যর্থ হলে কোম্পানিকে আইপিওর টাকা ফেরত দিতে হবে। তবে একই ধরনের সমস্যায় তালিকাভুক্তি আটকে যাওয়ার পর এসইসিতে আবেদন করে দুই দফা সময় বাড়িয়ে নিয়েছে এমজেএল বাংলাদেশ লিমিটেড।
No comments