ব্র্যাডম্যান-ঘাতকের বিদায়
জীবনে মাত্র দুবার প্রথম বলে আউট হয়েছিলেন ডন ব্র্যাডম্যান। এর মধ্যে একবার জ্যাক স্ট্যাকপুলের বলে। সেই স্ট্যাকপুল জীবনের ইনিংসে আউট হয়ে গেলেন ৯৩ বছর বয়সে।
কুইন্সল্যান্ডের হয়ে মাত্র তিনটি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। এর পরই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ধ্বংস করেছে তাঁর ক্রিকেট-ভবিষ্যৎ। টেস্ট ক্রিকেটে পা রাখাই হয়নি। কিন্তু এর আগে ফার্স্ট ক্লাস অভিষেকে এমন এক কীর্তি গড়েন, যেটা হয়তো তাঁকে অমরত্ব দেবে ক্রিকেট-ইতিহাসে। শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ড-দক্ষিণ অস্ট্রেলিয়া ম্যাচে ডনের ব্যাটিং দেখতে আসা দর্শকদের হতাশ করে দিয়ে প্রথম বলেই সিলি মিডঅনে ক্যাচ বানিয়ে তাঁকে আউট করে দেন স্ট্যাকপুল। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট। যুদ্ধের পর বাকি দুটো ফার্স্ট ক্লাস ম্যাচ খেললেও জাতীয় দলে ডাক পাননি।
কুইন্সল্যান্ডের হয়ে মাত্র তিনটি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। এর পরই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ধ্বংস করেছে তাঁর ক্রিকেট-ভবিষ্যৎ। টেস্ট ক্রিকেটে পা রাখাই হয়নি। কিন্তু এর আগে ফার্স্ট ক্লাস অভিষেকে এমন এক কীর্তি গড়েন, যেটা হয়তো তাঁকে অমরত্ব দেবে ক্রিকেট-ইতিহাসে। শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ড-দক্ষিণ অস্ট্রেলিয়া ম্যাচে ডনের ব্যাটিং দেখতে আসা দর্শকদের হতাশ করে দিয়ে প্রথম বলেই সিলি মিডঅনে ক্যাচ বানিয়ে তাঁকে আউট করে দেন স্ট্যাকপুল। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট। যুদ্ধের পর বাকি দুটো ফার্স্ট ক্লাস ম্যাচ খেললেও জাতীয় দলে ডাক পাননি।
No comments