ইন্টার-বায়ার্ন প্রথম পর্বেই মুখোমুখি, বার্সার প্রতিদ্বন্দ্বী আর্সেনাল
উয়েফা চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ। কিন্তু এবার এই দুটি দলের যেকোনো একটিকে নক আউট পর্বের প্রথমেই থেকেই বিদায় নিতে হবে। গতকাল চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের যে ড্র অনুষ্ঠিত হয়ে গেল, তাতে প্রথমেই মুখোমুখি হচ্ছে এ দুই সেরা ক্লাব। অন্যদিকে গতবারের মতো এবারও শেষ ষোলতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে ফ্রান্সের লিয়ন। গতবার এই লিয়নের কাছেই ২-১ গোলে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। এবার সেই বিদায়ের প্রতিশোধ নেওয়ার জন্য নিশ্চয়ই মরিয়া হয়ে থাকবে রিয়াল।
পুরোনো শত্রুতা ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে আর্সেনাল ও বার্সেলোনাও। ২০০৬ সালেন ফাইনালে বার্সেলোনার কাছে দুই লেগ মিলিয়ে ছয় গোল খাওয়ার দুঃখ নিশ্চয়ই ভুলে যায়নি ইংলিশ জায়ান্ট আর্সেনাল। গত মৌসুমেও আর্সেনালকে কোয়ার্টার ফাইনালেই বিদায় করে দিয়েছিল বার্সেলোনা। এবারও দুর্দান্ত ফর্মের বার্সাকেই প্রতিদ্বন্দ্বী হিসেবে পাচ্ছে বার্সেলোনা। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও স্বীকার করেছেন বার্সেলোনার সঙ্গে জেতাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু সেটা যে একেবারে সম্ভবই না, এমনটাও তিনি মানতে নারাজ। প্রতিশোধের কথা না ভাবলেও বার্সেলোনাকে হারানোর ব্যাপারে আশাবাদী ওয়েঙ্গার।
ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে ফরাসি ক্লাব মার্শেইয়ের। ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী চেলসি খেলবে কোপেনহেগেনের বিপক্ষে।
ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে শুরু হবে নক আউট পর্বের প্রথম রাউন্ডের খেলা। রয়টার্স।
চ্যাম্পিয়নস লিগ ড্র—প্রথম রাউন্ড
• ইন্টার মিলান বনাম বায়ার্ন মিউনিখ
• রিয়াল মাদ্রিদ বনাম লিয়ন
• বার্সেলোনা বনাম আর্সেনাল
• ম্যানচেস্টার ইউনাইটেড বনাম মার্শেই
• চেলসি বনাম কোপেনহেগেন
• এএস রোমা বনাম শাখতার ডোনেটস্ক
• এসি মিলান বনাম টটেনহাম হটসপার
• ভ্যালেন্সিয়া বনাম এফসি শালকে
পুরোনো শত্রুতা ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে আর্সেনাল ও বার্সেলোনাও। ২০০৬ সালেন ফাইনালে বার্সেলোনার কাছে দুই লেগ মিলিয়ে ছয় গোল খাওয়ার দুঃখ নিশ্চয়ই ভুলে যায়নি ইংলিশ জায়ান্ট আর্সেনাল। গত মৌসুমেও আর্সেনালকে কোয়ার্টার ফাইনালেই বিদায় করে দিয়েছিল বার্সেলোনা। এবারও দুর্দান্ত ফর্মের বার্সাকেই প্রতিদ্বন্দ্বী হিসেবে পাচ্ছে বার্সেলোনা। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও স্বীকার করেছেন বার্সেলোনার সঙ্গে জেতাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু সেটা যে একেবারে সম্ভবই না, এমনটাও তিনি মানতে নারাজ। প্রতিশোধের কথা না ভাবলেও বার্সেলোনাকে হারানোর ব্যাপারে আশাবাদী ওয়েঙ্গার।
ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে ফরাসি ক্লাব মার্শেইয়ের। ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী চেলসি খেলবে কোপেনহেগেনের বিপক্ষে।
ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে শুরু হবে নক আউট পর্বের প্রথম রাউন্ডের খেলা। রয়টার্স।
চ্যাম্পিয়নস লিগ ড্র—প্রথম রাউন্ড
• ইন্টার মিলান বনাম বায়ার্ন মিউনিখ
• রিয়াল মাদ্রিদ বনাম লিয়ন
• বার্সেলোনা বনাম আর্সেনাল
• ম্যানচেস্টার ইউনাইটেড বনাম মার্শেই
• চেলসি বনাম কোপেনহেগেন
• এএস রোমা বনাম শাখতার ডোনেটস্ক
• এসি মিলান বনাম টটেনহাম হটসপার
• ভ্যালেন্সিয়া বনাম এফসি শালকে
No comments