রোনালদো সেরা সেরা নন
বয়স মাত্র ২৫। এরই মধ্যে কত অর্জন, সর্বকালের অন্যতম সেরা হওয়ার হাতছানি। কিন্তু দানি আলভেজ বলছেন, রোনালদো আসলে কখনোই বিশ্বসেরা হতে পারবেন না। আলভেজ ‘শত্রুশিবিরে’র। তাঁর এমন মন্তব্যের অন্য সুর খুঁজে বের করাই যায়। কিন্তু বার্সেলোনার এই ডিফেন্ডারের কথায় যুক্তি আছে, ‘বিশ্বের সেরা খেলোয়াড় হতে গেলে শুধু ভালো খেলাই যথেষ্ট নয়। আপনাকে এমন একজন হতে হবে, যাকে সবাই ভালোবাসবে। রোনালদোর ভাবভঙ্গিতে অনেকেই কষ্ট পায়। রোনালদো এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু বিশ্বের সেরা খেলোয়াড়টিকে একই সঙ্গে শান্ত, বিনয়ী এবং বন্ধুপরায়ণ হতে হবে।’ আলভেজ উদাহরণও দিয়েছেন—লিওনেল মেসি।
রোনালদো সেরা নাকি মেসি, এ নিয়ে অন্তহীন বিতর্ক তো হতেই পারে। আলফ্রেডো ডি স্টেফানো যেমন তাঁর নিজ দেশের মেসিকে নয়, সেরা হিসেবে বেছে নিলেন রোনালদোকে। রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি অবশ্য মজা করে বলেছেন, ‘মেসি নাকি ক্রিস্টিয়ানো? আমার চোখে ক্রিস্টিয়ানো। কারণ ও আমাদের এখানে খেলে।’
রোনালদো সেরা নাকি মেসি, এ নিয়ে অন্তহীন বিতর্ক তো হতেই পারে। আলফ্রেডো ডি স্টেফানো যেমন তাঁর নিজ দেশের মেসিকে নয়, সেরা হিসেবে বেছে নিলেন রোনালদোকে। রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি অবশ্য মজা করে বলেছেন, ‘মেসি নাকি ক্রিস্টিয়ানো? আমার চোখে ক্রিস্টিয়ানো। কারণ ও আমাদের এখানে খেলে।’
No comments