চাকায় শুল্কারোপ নিয়ে আপিল করবে চীন
চীনে প্রস্তুত করা মোটরযানের চাকা আমদানিতে মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর যে বাড়তি হারে আমদানি-শুল্ক আরোপ করেছে, তাকে বৈধ বলে ঘোষণা দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)।
তবে সংস্থাটির এই রায়ে সংগত কারণেই সন্তুষ্ট হতে পারেনি চীন। দেশটি জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।
গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চীন থেকে চাকা আমদানির ওপর ৩৫ শতাংশ হারে বাড়তি শুল্ক আরোপ করেন। এই পদক্ষেপকে সংরক্ষণমূলক অভিহিত করে চীন ডব্লিউটিওতে অভিযোগ দায়ের করে।
চীনের অভিযোগে বলা হয়, সংস্থাটির বিধিবিধান লঙ্ঘন করে এই শুল্ক আরোপ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংস্থার বিরোধ নিষ্পত্তি বিভাগ (ডিএসবি) একটি প্যানেল গঠন করে শুনানি ও রায় প্রদানের জন্য।
গত সোমবার এই প্যানেল তাদের রায় ঘোষণা করে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র বর্ধিত হারে চৈনিক চাকার ওপর যে শুল্ক আরোপ করেছে, তা বিধিবিধানের সঙ্গে অসংগতিপূর্ণ নয়।
তবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তারা সংস্থার প্যানেল প্রতিবেদন নিবিড়ভাবে পর্যালোচনা করে যথাসময়ে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই রায়কে আমেরিকার শিল্প খাত ও শ্রমিকদের বিজয় হিসেবে অভিহিত করেছে।
তবে সংস্থাটির এই রায়ে সংগত কারণেই সন্তুষ্ট হতে পারেনি চীন। দেশটি জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।
গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চীন থেকে চাকা আমদানির ওপর ৩৫ শতাংশ হারে বাড়তি শুল্ক আরোপ করেন। এই পদক্ষেপকে সংরক্ষণমূলক অভিহিত করে চীন ডব্লিউটিওতে অভিযোগ দায়ের করে।
চীনের অভিযোগে বলা হয়, সংস্থাটির বিধিবিধান লঙ্ঘন করে এই শুল্ক আরোপ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংস্থার বিরোধ নিষ্পত্তি বিভাগ (ডিএসবি) একটি প্যানেল গঠন করে শুনানি ও রায় প্রদানের জন্য।
গত সোমবার এই প্যানেল তাদের রায় ঘোষণা করে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র বর্ধিত হারে চৈনিক চাকার ওপর যে শুল্ক আরোপ করেছে, তা বিধিবিধানের সঙ্গে অসংগতিপূর্ণ নয়।
তবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তারা সংস্থার প্যানেল প্রতিবেদন নিবিড়ভাবে পর্যালোচনা করে যথাসময়ে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই রায়কে আমেরিকার শিল্প খাত ও শ্রমিকদের বিজয় হিসেবে অভিহিত করেছে।
No comments