ইউরোর মুদ্রামানের সংকট কাটাতে সমঝোতা
ইউরোপীয় নেতারা ইউরো মুদ্রামানের সংকট ঠেকাতে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছেছেন।
বিগত মাসগুলোতে গ্রিস, আয়ারল্যান্ডের আর্থিক সংকটে ইউরোর মুদ্রামান বেশ সংকটের মুখে পড়ে। এ ছাড়া হুমকির মুখে রয়েছে ইতালি, পর্তুগাল ও স্পেনের মতো দেশগুলোও।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭টি দেশের মধ্যে ১৬টি দেশে প্রচলিত ইউরোর মুদ্রামান শক্তিশালী এবং আর্থিক সংকটে পড়া দেশগুলোকে কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে বেশ কিছুদিন থেকেই বিতর্ক চলছিল।
আর্থিক সংকট কাটাতে ইউরো জোনভুক্ত দেশগুলোর জন্য ৭৫ হাজার বিলিয়ন ইউরো নিয়ে ‘সংকট উদ্ধার তহবিল’ গঠন করা হবে। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তর ব্রাসেলসে ২৭টি দেশের নেতাদের বৈঠক শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সংকটে পড়া দেশগুলো ওই তহবিল থেকে ঋণ পেলেও তাদের নির্দিষ্ট হারে সুদ দিতে হবে। অবশ্য এ নতুন সিদ্ধান্তের ফলে আগের ইউরো মুদ্রাসংক্রান্ত লিসবন চুক্তির কিছুটা পরিবর্তন আনতে হবে।
বৈঠকে ইইউ নেতারা আশাবাদ ব্যক্ত করেন, এর ফলে ২০১৩ সালের মধ্যেই ইউরো জোনভুক্ত সংকটাপন্ন দেশগুলো সংকট কাটিয়ে উঠতে পারবেন।
বিগত মাসগুলোতে গ্রিস, আয়ারল্যান্ডের আর্থিক সংকটে ইউরোর মুদ্রামান বেশ সংকটের মুখে পড়ে। এ ছাড়া হুমকির মুখে রয়েছে ইতালি, পর্তুগাল ও স্পেনের মতো দেশগুলোও।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭টি দেশের মধ্যে ১৬টি দেশে প্রচলিত ইউরোর মুদ্রামান শক্তিশালী এবং আর্থিক সংকটে পড়া দেশগুলোকে কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে বেশ কিছুদিন থেকেই বিতর্ক চলছিল।
আর্থিক সংকট কাটাতে ইউরো জোনভুক্ত দেশগুলোর জন্য ৭৫ হাজার বিলিয়ন ইউরো নিয়ে ‘সংকট উদ্ধার তহবিল’ গঠন করা হবে। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তর ব্রাসেলসে ২৭টি দেশের নেতাদের বৈঠক শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সংকটে পড়া দেশগুলো ওই তহবিল থেকে ঋণ পেলেও তাদের নির্দিষ্ট হারে সুদ দিতে হবে। অবশ্য এ নতুন সিদ্ধান্তের ফলে আগের ইউরো মুদ্রাসংক্রান্ত লিসবন চুক্তির কিছুটা পরিবর্তন আনতে হবে।
বৈঠকে ইইউ নেতারা আশাবাদ ব্যক্ত করেন, এর ফলে ২০১৩ সালের মধ্যেই ইউরো জোনভুক্ত সংকটাপন্ন দেশগুলো সংকট কাটিয়ে উঠতে পারবেন।
No comments