যেতেই হলো বেনিতেজকে
ইন্টার মিলানে রাফায়েল বেনিতেজ এখন অতীতের একটি নাম। ছয় মাস পেরোনোর আগেই এই স্প্যানিয়ার্ড কোচকে বরখাস্ত করল ইন্টার। দুই পক্ষের পারস্পরিক সমঝোতার পরই শেষ হলো বেনিতেজের ইন্টার অধ্যায়। নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে লিওনার্দোর নাম।
বেনিতেজ বরখাস্ত হচ্ছেন, এমন খবর অবশ্য আরও দিন কয়েক আগে চাউর হয়ে গিয়েছিল। ইতালিরই ক্রীড়া দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্ত প্রথম দেয় খবরটি। লিভারপুলে ছুটি কাটাতে যাওয়া বেনিতেজ অবশ্য বলেছিলেন, সবকিছুই গুজব। কিন্তু ‘গুজব’টাই শেষ পর্যন্ত সত্যি হলো। আপাতদৃষ্টিতে বেনিতেজকে চাকরি হারাতে হয়েছে ক্লাব বিশ্বকাপ জয়ের পর তাঁর ক্ষোভ উগরে দেওয়ায়।
এ ঘটনা না ঘটলেও লিভারপুলের সাবেক কোচের বরখাস্ত হওয়াটা অনিবার্য ছিল। জেনেশুনে তিনি তো বিষের পেয়ালাই হাতে নিয়েছিলেন! কারণ, গত মৌসুমে হোসে মরিনহো ইন্টারকে যে জায়গায় নিয়ে গিয়েছিলেন, এর সঙ্গে মোটেই তাল মেলাতে পারছিলেন না। তাল মেলানোটা কঠিনও বৈকি!
বেনিতেজ বরখাস্ত হচ্ছেন, এমন খবর অবশ্য আরও দিন কয়েক আগে চাউর হয়ে গিয়েছিল। ইতালিরই ক্রীড়া দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্ত প্রথম দেয় খবরটি। লিভারপুলে ছুটি কাটাতে যাওয়া বেনিতেজ অবশ্য বলেছিলেন, সবকিছুই গুজব। কিন্তু ‘গুজব’টাই শেষ পর্যন্ত সত্যি হলো। আপাতদৃষ্টিতে বেনিতেজকে চাকরি হারাতে হয়েছে ক্লাব বিশ্বকাপ জয়ের পর তাঁর ক্ষোভ উগরে দেওয়ায়।
এ ঘটনা না ঘটলেও লিভারপুলের সাবেক কোচের বরখাস্ত হওয়াটা অনিবার্য ছিল। জেনেশুনে তিনি তো বিষের পেয়ালাই হাতে নিয়েছিলেন! কারণ, গত মৌসুমে হোসে মরিনহো ইন্টারকে যে জায়গায় নিয়ে গিয়েছিলেন, এর সঙ্গে মোটেই তাল মেলাতে পারছিলেন না। তাল মেলানোটা কঠিনও বৈকি!
No comments