ফের হামলা হলে শত্রু নির্মূল করার ঘোষণা দ. কোরিয়ার
দক্ষিণ কোরিয়ায় নতুন করে হামলা হলে শত্রুকে নির্মূল করার ঘোষণা দিয়েছেন দেশটির জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল হ্যান মিন কু। গতকাল বৃহস্পতিবার তিনি বলেছেন, মার্কিন সেনাদের নিয়ে গঠিত যৌথ বাহিনী শত্রুকে নির্মূল করবে। এর আগে গত বুধবার সিউলে এক বৈঠকে কু এবং মার্কিন চিফস জয়েন্ট অব স্টাফ অ্যাডমিরাল মাইক মুলেন উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হন।
এদিকে কোরীয় উপদ্বীপের উত্তেজনা নিরসনে চীনের শীর্ষস্থানীয় কূটনীতিক দায় বিঙ্গুয়ো গতকাল পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের সঙ্গে বৈঠক করেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বৈঠকে তাঁরা দুই দেশের সম্পর্ক এবং কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনা নিরসনে মতৈক্যে পৌঁছেছেন। কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের পরিপ্রেক্ষিতে চীন এ বৈঠক করল।
গত ২৩ নভেম্বর দুই কোরিয়ার মধ্যে গোলা-পাল্টা গোলার ঘটনায় দক্ষিণ কোরিয়ার ইয়নপিয়ং দ্বীপে দুই মেরিন সেনাসহ অন্তত চারজন নিহত হন। বিষয়টি নিয়ে কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনা বিরাজ করছে।
হামলা মোকাবিলায় গ্যাস মাস্ক: উত্তর কোরিয়ার সম্ভাব্য রাসায়নিক হামলা মোকাবিলায় সীমান্তবর্তী দ্বীপের সব অধিবাসীকে গ্যাস মাস্ক দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা জানান, ইয়নপিয়ংসহ সীমান্তবর্তী ওই পাঁচটি দ্বীপের অধিবাসীদের জন্য আগামী বছর আরও এক হাজার ৩০০ গ্যাস মাস্ক সরবরাহ করা হবে। বর্তমানে ৮৭ শতাংশ নাগরিকের গ্যাস মাস্ক রয়েছে।
এদিকে কোরীয় উপদ্বীপের উত্তেজনা নিরসনে চীনের শীর্ষস্থানীয় কূটনীতিক দায় বিঙ্গুয়ো গতকাল পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের সঙ্গে বৈঠক করেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বৈঠকে তাঁরা দুই দেশের সম্পর্ক এবং কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনা নিরসনে মতৈক্যে পৌঁছেছেন। কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের পরিপ্রেক্ষিতে চীন এ বৈঠক করল।
গত ২৩ নভেম্বর দুই কোরিয়ার মধ্যে গোলা-পাল্টা গোলার ঘটনায় দক্ষিণ কোরিয়ার ইয়নপিয়ং দ্বীপে দুই মেরিন সেনাসহ অন্তত চারজন নিহত হন। বিষয়টি নিয়ে কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনা বিরাজ করছে।
হামলা মোকাবিলায় গ্যাস মাস্ক: উত্তর কোরিয়ার সম্ভাব্য রাসায়নিক হামলা মোকাবিলায় সীমান্তবর্তী দ্বীপের সব অধিবাসীকে গ্যাস মাস্ক দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা জানান, ইয়নপিয়ংসহ সীমান্তবর্তী ওই পাঁচটি দ্বীপের অধিবাসীদের জন্য আগামী বছর আরও এক হাজার ৩০০ গ্যাস মাস্ক সরবরাহ করা হবে। বর্তমানে ৮৭ শতাংশ নাগরিকের গ্যাস মাস্ক রয়েছে।
No comments