ঢাকায় চিকিৎসাসামগ্রীর তিন দিনের প্রদর্শনী বৃহস্পতিবার শুরু
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামী বৃহস্পতিবার থেকে চিকিৎসা সামগ্রী ও স্বাস্থ্যসেবা বিষয়ে তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে।
‘মেডেক্সপো ২০১০’ শীর্ষক এই প্রদর্শনীতে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন ও স্বাগতিক বাংলাদেশের মোট ৪০টি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের চিকিৎসাবিষয়ক যন্ত্রপাতি ও সেবা প্রদর্শন করবে।
ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (টিমস) এই প্রদর্শনীর আয়োজন করবে। মেলার প্রিমিয়ার পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় গৃহস্থালি ও মেডিকেল আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান অটবি লিমিটেড।
মেলার বিস্তারিত জানাতে গতকাল সোমবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন মেডেক্সপোর চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম ও অটবি লিমিটেডের কাস্টমার রিলেশনশিপ ব্যবস্থাপনা বিভাগের প্রধান আবু তারেক জিয়া চৌধুরী।
এই মেলা শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
‘মেডেক্সপো ২০১০’ শীর্ষক এই প্রদর্শনীতে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন ও স্বাগতিক বাংলাদেশের মোট ৪০টি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের চিকিৎসাবিষয়ক যন্ত্রপাতি ও সেবা প্রদর্শন করবে।
ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (টিমস) এই প্রদর্শনীর আয়োজন করবে। মেলার প্রিমিয়ার পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় গৃহস্থালি ও মেডিকেল আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান অটবি লিমিটেড।
মেলার বিস্তারিত জানাতে গতকাল সোমবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন মেডেক্সপোর চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম ও অটবি লিমিটেডের কাস্টমার রিলেশনশিপ ব্যবস্থাপনা বিভাগের প্রধান আবু তারেক জিয়া চৌধুরী।
এই মেলা শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
No comments