ফ্লাডলাইট কেলেঙ্কারি খতিয়ে দেখবে বিসিবি
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সদ্য সংযোজন করা ফ্লাডলাইট নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত না হওয়ায় বাংলাদেশ-জিম্বাবুয়ে কালকের দিবারাত্রির ম্যাচটি হয়েছে দিনে। এই কেলেঙ্কারিতে ভীষণই বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূত্র জানিয়েছে, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর আহমেদকে এ ঘটনার কারণ এবং দোষী ব্যক্তিদের খুঁজে বের করার দায়িত্ব দিয়েছেন বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল।
বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস কাল বলেছেন, ‘বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটি আমাদের জানিয়েছিল, ১ ডিসেম্বরের মধ্যে ফ্লাডলাইট খেলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এবং ৬ ডিসেম্বর অনায়াসে ম্যাচ আয়োজন করা যাবে। তার পরও কেন এই ঘটনা ঘটল, প্রধান নির্বাহী কর্মকর্তাকে সেটা খুঁজে বের করতে বলেছেন বোর্ড সভাপতি।’ ফ্লাডলাইট কেলেঙ্কারির জন্য বিসিবির দায় স্বীকার করলেও তিনি বলেছেন, ‘কারও না কারও কাছ থেকে নিশ্চিত হয়েই তো আমরা জিম্বাবুয়ের সফরসূচিতে দিবারাত্রির একটি ম্যাচ রেখেছিলাম। তারা কী ভেবে এমন ভুল নিশ্চয়তা দিয়েছিলেন, সেটা জানা দরকার।’
বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস কাল বলেছেন, ‘বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটি আমাদের জানিয়েছিল, ১ ডিসেম্বরের মধ্যে ফ্লাডলাইট খেলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এবং ৬ ডিসেম্বর অনায়াসে ম্যাচ আয়োজন করা যাবে। তার পরও কেন এই ঘটনা ঘটল, প্রধান নির্বাহী কর্মকর্তাকে সেটা খুঁজে বের করতে বলেছেন বোর্ড সভাপতি।’ ফ্লাডলাইট কেলেঙ্কারির জন্য বিসিবির দায় স্বীকার করলেও তিনি বলেছেন, ‘কারও না কারও কাছ থেকে নিশ্চিত হয়েই তো আমরা জিম্বাবুয়ের সফরসূচিতে দিবারাত্রির একটি ম্যাচ রেখেছিলাম। তারা কী ভেবে এমন ভুল নিশ্চয়তা দিয়েছিলেন, সেটা জানা দরকার।’
No comments