হামলার স্থান পরিদর্শনে আপত্তি স্বরাষ্ট্র মন্ত্রকের
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী ৫ নভেম্বর পাঁচ দিনের সফরে সপরিবারে ভারতে আসছেন। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের যেসব স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে, সফরকালে সেসব স্থান পরিদর্শনের কথা রয়েছে তাঁর। তবে স্বরাষ্ট্র মন্ত্রক এ ব্যাপারে আপত্তি জানিয়েছে।
গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রকের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে তাঁরা চাইছেন না সন্ত্রাসী হামলার স্থানগুলো ওবামা পরিদর্শন করুন। তাঁরা মনে করছেন, এসব এলাকা জনবহুল হওয়ায় নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে।
ওবামার সফর ঘিরে মুম্বাই পুলিশ ইতিমধ্যে গোটা মহানগরের নিরাপত্তা জোরদার করেছে। বাতিল করে দিয়েছে পুলিশের ছুটি। গত বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই ওবামার প্রথম ভারত সফর।
গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রকের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে তাঁরা চাইছেন না সন্ত্রাসী হামলার স্থানগুলো ওবামা পরিদর্শন করুন। তাঁরা মনে করছেন, এসব এলাকা জনবহুল হওয়ায় নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে।
ওবামার সফর ঘিরে মুম্বাই পুলিশ ইতিমধ্যে গোটা মহানগরের নিরাপত্তা জোরদার করেছে। বাতিল করে দিয়েছে পুলিশের ছুটি। গত বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই ওবামার প্রথম ভারত সফর।
No comments