ছয়টি কবিতা' by গোলাম কিবরিয়া পিনু

রাত দীর্ঘতর

যেভাবে রাত এসেছে সেভাবে দিন আসেনি
রাত দীর্ঘ থেকে দীর্ঘতর –
হিমযুগ নিয়ে ঠাণ্ডা-কাতরতা
মল্লিকার বন ছুঁয়ে শুয়ে আছে অন্ধকার
আমি ঘরের ভেতর — জানালা বন্ধ দ্বার!
অমা নিয়ে অনুজীব স্তরে স্তরে
সবকিছু সংক্রমণে নিয়ে যাচ্ছে –
হিংস্রপ্রাণীরা আরো হিংস্র হওয়ার গন্ধ পাচ্ছে!

রাত যেন চুল এলিয়ে দিয়েছে
কালো-সখ্য নিয়ে
বিভাবরী আরো যৌবনের কাছে
নিশীথিনী আরো তারুণ্যের কাছে!

অনির্দিষ্টকাল নিয়ে বহুকাল হলো
রাত এসেছে — দিন আসেনি !
ছায়াবিতানের মধ্যে কৃষ্ণপক্ষ-অমাবস্যা
আর সূচীভেদ্য অন্ধকার !

ধনাত্মক

ঘোর অন্ধকার নিয়ে তার কাছে যাই
দেখি, কতটুকু রূপদক্ষ-আলো আছে?

আলোতৃষ্ণা ও বিচ্ছুরণের শক্তি নিয়ে
আমিও উঠতে চাই জেগে –
আমি কেন কোদালেমেঘের কণ্ঠলগ্ন?

অন্ধগলি থেকে ঘুরপথ
রূপবিন্যাসের দোলা পাই,
ছিটকিনি খুলি — ধনাত্মক হয়ে উঠি।

অন্তর্গৃহ আজ গৃহের ভেতর নেই
ময়ূখ হয়েছি আজ বিদ্যুৎপ্রভায়।

নিজের মাত্রায়

ভয়ে ও দুর্বলতায় দ্বিধাপূর্ণ! চূর্ণ হয়ে যাই!
ভগ্নস্বর আজ দখল করেছে কণ্ঠ –
নিজের ভাষাটা ভুলে যাচ্ছি!

মিথ্যা আর ভ্রান্তির ভেতর অন্ধকার নেমে আসে
বিপদ কাটিয়ে জেগে উঠি
উৎসবপর্ব খর্ব করি কেন?

চলো দূরে যাই –
বাঁক থেকে মোড় থেকে নদীপথ থেকে
নিজের ভেতর উত্তেজনা ও আগুন উসকে দিই।

নিরাসক্ত — অনুরাগহীন থেকে থেকে
ঝুলে পড়া কেন?
নিজের মাত্রায় নিজের যাত্রায় আজ ফিরে আসি।

ভ্রমণকালে
ভ্রমণকালে ভূখণ্ড আরো খণ্ড খণ্ড
অনুভবে আসে,
চিরহরিৎ মিঠেপাতার বৃক্ষ সবুজের ঘাসে।

অন্ধকার ঢাকা গুপ্তস্থান
সেইখানে বিদ্যুতের গান,
বৈদ্যুতিক গোলযোগ নেই — শুধু বিদ্যুৎ চমকায়।
গরম কেতলি ধরার বস্ত্রখণ্ড নাই
তরুগুল্মাবৃত ছায়ামগ্ন উপত্যকা খুঁজে পাই।

ভ্রমণসৃজনে শীতকাল ও মেরুঅঞ্চল মৌন
বুনোফল নিয়ে বিজুবনে গৃহকাতরতা গৌণ।

মরদ
ওহে মরদ
মদ্দা কথায় ফিরে আইস
ক্ষুধাবৃদ্ধি হচ্ছে –
আগুনের মধ্যে থেকে
ডান হাতের কাজ বাঁ হাতে চলবে না।

মুখস্রাব
পুচ্ছ পরে পুচকে এখন
লেজবিশিষ্ট শৃগাল, গাল চাটে কার?
কোনও কি ধার ধারে? নিজেও দুধারে
কাটে, মাঠে নাচে –
কিন্তু লালা ঝরে
থুক: মুখস্রাব।
==================
গোলাম কিবরিয়া পিনু 
জন্ম
গাইবান্ধা, ৩০/৩/১৯৫৬
gkpinu@yahoo.com
বর্তমানে চাকরিগত অবস্থান
ফোকাল পয়েন্ট এডভোকেসি,এফপিএবি।

প্রকাশিত গ্রন্থ
১. এখন সাইরেন বাজানোর সময় (কবিতা), ১৯৮৪।
২. খাজনা দিলাম রক্তপাতে (ছড়া), ১৯৮৬।
৩. সোনামুখ স্বাধীনতা (কবিতা), ১৯৮৯।
৪. পোট্রেট কবিতা (কবিতা), ১৯৯০।
৫. ঝুমঝুমি (ছড়া), ১৯৯৪।
৬. সূর্য পুড়ে গেল (কবিতা), ১৯৯৫।
৭. জামাতের মসজিদ টার্গেট ও বাউরী বাতাস (প্রবন্ধ), ১৯৯৫।
৮. কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে (কবিতা), ১৯৯৭।
৯. এক কান থেকে পাঁচকান (ছড়া), ১৯৯৮।
১০. দৌলতননেছা খাতুন (প্রবন্ধ), ১৯৯৯
১১. আমরা জোংরাখোটা (কবিতা), ২০০১
১২. সুধাসমুদ্র (কবিতা), ২০০৮

সাংবাদিকতা পেশায় অবস্থান
ক. ‘আজকের কাগজ’ প্রকাশের পর থেকে নিয়মিত উপসম্পাদকীয়/কলাম লেখা (১৯৯২-৯৩)।
খ. ‘দৈনিক লাল সবুজ’ পত্রিকায় সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন (১৯৯২-৯৩)।
গ. ‘দৈনিক লাল সবুজ’ পত্রিকায় ছোটদের পাতা সম্পাদনার দায়িত্ব পালন (১৯৯২-৯৩)।
ঘ. ‘সাপ্তহিক খবর কাগজ’-এ ফ্রিল্যান্স সাংবাদিকতা (১৯৯০-৯১)।
ঙ. ‘সাপ্তহিক পূর্বাভাস’-এ ‘দয়াল মাতবরের কড়চা’ নামক কলাম লেখা (১৯৮৮-৮৯)।
চ. ভোরের কাগজ, সংবাদ, বাংলার বাণী, জনকন্ঠে বিভিন্ন সময়ে কলাম/প্রবন্ধ লেখা।
ছ. সহকারী সম্পাদক, সাপ্তাহিক গণপ্রহরী, গাইবান্ধা (১৯৭৯-৮০)।
জ. সহকারী সম্পাদক, সাপ্তাহিক গণদূত (১৯৭৪-৭৬)।
ঝ. প্রতিনিধি/ সংবাদদাতা : বিভিন্ন সময়ে দৈনিক বার্তা, সংবাদ, একতা, ক্যাম্পাস, মুক্তিবাণী, জয়ধ্বনি, কিশোর বাংলা ও অন্যান্য পত্রিকা।
ঞ. বিভিন্ন সময়ে সূর্যকণা, মোহনা, বায়ান্নের রক্তঝরা পথ, তর্জন গর্জন, বুকের প্রদাহ, বিক্ষুব্ধ স্বদেশ নামক সাহিত্য সংকলন/পত্রিকা সম্পাদনা।
ট. এফপিএবি থেকে প্রকাশিত ‘সুখী পরিবার’ এর সম্পাদক ১৯৮৩ থেকে কর্মরত।
=====================
কবিতা- 'স্বর্ণজল্লাদ' by পিয়াস মজিদ  কয়েক'টি কবিতা- by শামসেত তাবরেজী ও আলতাফ হোসেন  গদ্য কবিতা- 'ব্রহ্মাণ্ডের ইসকুল' by শামীম রেজা  কবিতা- 'আমার গ্রীষ্মকাল' by কাজল শাহনেওয়াজ  কবিতা- 'পাঁচটি কবিতা' by মুজিব ইরম  কবিতা- 'পাগলের হাসি ও অন্যান্য কবিতা' by মহাদেব সাহা   কবিতা- 'যেভাবে ঘরের কিসসা রচিত হয়' by ওমর কায়সার   কবিতা- 'বীতকৃত্য ও অন্যান্য কবিতা' by মাসুদ খান   কবিতা- 'পাঁচটি কবিতা' by সরকার আমিন   কবিতা- 'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'   পাঁচটি কবিতা' by অবনি অনার্য  কবিতা- 'ছুটপালক' by সব্যসাচী সান্যাল  গদ্য কবিতা- 'লীলা আমার বোন' by নান্নু মাহবুব   কবিতা- 'উৎসর্গ' by অসীম সাহা  তিনটি কবিতা' by বদরে মুনীর  কবিতা- 'সেরগেই এসেনিন বলছে' by আবদুল মান্নান সৈয়দ  কবিতা-মোহাম্মদ রফিক এর কপিলা থেকে ও অঙ্গীকার  কবিতা- 'সেতু' by বায়েজীদ মাহবুব  উপন্যাস- 'রৌরব'  by লীসা গাজী »»»   (পর্ব-এক) # (পর্ব-দুই) # (পর্ব-তিন) # (পর্ব-চার শেষ)   গল্প- 'পান্নালালের বাস্তু' by সিউতি সবুর   গল্প- 'গোপন কথাটি' by উম্মে মুসলিমা  আহমদ ছফার অগ্রন্থিত রচনা কর্ণফুলীর ধারে


bdnews24 এর সৌজন্যে
লেখকঃ গোলাম কিবরিয়া পিনু


এই কবিতা'টি পড়া হয়েছে...
free counters

No comments

Powered by Blogger.