পাকিস্তান দলে যুক্ত হলেন শাহজাইব ও রিয়াজ
সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছিল আগেই। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সঙ্গে যুক্ত করা হয়েছে আরও দুই ক্রিকেটারের নাম। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ ফর্মের কৃতিত্ব হিসেবে নির্বাচকেরা দলে এনেছেন করাচি ডলফিনের উদ্বোধনী ব্যাটসম্যান শাহজাইব হাসান ও ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজকে।
চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত দল নিয়ে বিতর্ক চলছে। দল ঘোষণার একদিন পর নাটকীয়ভাবে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছিল মিসবাহ উল হকের কাঁধে। কোচ ওয়াকার ইউনুস ও ওয়ানডে দলের অধিনায়ক শহীদ আফ্রিদি অভিযোগ করেন, দল ঘোষণার আগে তাঁদের সঙ্গে আলোচনা করা হয়নি।
পাকিস্তানের প্রধান নির্বাচক মহসিন খান ক্রিকইনফোকে বলেন, ‘ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নজরকাড়া পারফরম্যান্স করায় আমরা শাহজাইব ও রিয়াজের নাম দলে অন্তর্ভুক্তির প্রস্তাব করি। বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাট এই দুই ক্রিকেটারের নাম অনুমোদন করেছেন।
চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত দল নিয়ে বিতর্ক চলছে। দল ঘোষণার একদিন পর নাটকীয়ভাবে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছিল মিসবাহ উল হকের কাঁধে। কোচ ওয়াকার ইউনুস ও ওয়ানডে দলের অধিনায়ক শহীদ আফ্রিদি অভিযোগ করেন, দল ঘোষণার আগে তাঁদের সঙ্গে আলোচনা করা হয়নি।
পাকিস্তানের প্রধান নির্বাচক মহসিন খান ক্রিকইনফোকে বলেন, ‘ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নজরকাড়া পারফরম্যান্স করায় আমরা শাহজাইব ও রিয়াজের নাম দলে অন্তর্ভুক্তির প্রস্তাব করি। বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাট এই দুই ক্রিকেটারের নাম অনুমোদন করেছেন।
No comments