কেটু পর্বতে বুলগেরীয় পর্বতারোহীর মৃত্যু
কেটু পর্বতশৃঙ্গ জয়ের অভিযানে গিয়ে এক বুলগেরীয় পর্বতারোহীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বুলগেরীয় পর্বতারোহীদের ওয়েবসাইট ক্লাইম্বিংগাইডবিজি ডটকমে এ তথ্য জানানো হয়। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পাকিস্তানের কেটু।
পিটার উনঝিয়েভ (৪০) নামের ওই পর্বতারোহী ১৮ জনের একটি দলের সঙ্গে কেটু শৃঙ্গ জয়ের অভিযানে যান। চূড়ায় ওঠার পথে তাঁর মৃত্যু হয়। ওয়েবসাইট কর্তৃপক্ষকে পিটারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানের অ্যাডভেঞ্চার ট্যুরস।
পিটার উনঝিয়েভ (৪০) নামের ওই পর্বতারোহী ১৮ জনের একটি দলের সঙ্গে কেটু শৃঙ্গ জয়ের অভিযানে যান। চূড়ায় ওঠার পথে তাঁর মৃত্যু হয়। ওয়েবসাইট কর্তৃপক্ষকে পিটারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানের অ্যাডভেঞ্চার ট্যুরস।
No comments