গুপ্তচরবৃত্তির ঘটনায় মাধুরী গুপ্তা অভিযুক্ত
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ভারতীয় কূটনীতিক মাধুরী গুপ্তাকে গতকাল মঙ্গলবার সে দেশের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে অভিযুক্ত করা হয়েছে। ভারতের উপপুলিশ কমিশনার শিবেশ সিং এ কথা জানান। মাধুরী গুপ্তা নামের ওই ভারতীয় কূটনীতিক ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের তথ্যকেন্দ্রে কাজ করতেন। দূতাবাসের নিম্ন পর্যায়ের কর্মকর্তা ছিলেন তিনি।
শিবেশ সিং বলেন, গত এপ্রিলে ইসলামাবাদ থেকে মাধুরীকে নয়াদিল্লিতে ফিরিয়ে আনা হয়। তাঁকে অফিশিয়াল সিক্রেটস আইনের তিনটি ধারায় অভিযুক্ত করা হয়েছে। তাঁর আইনজীবী যোগিন্দর দাসিয়াও নিশ্চিত করেছেন, আদালতে মাধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
গতকাল দাসিয়া বলেন, ‘অভিযোগসংক্রান্ত কাগজপত্র পেলে এ ব্যাপারে আমি মন্তব্য করতে পারব। এখন কিছুই বলতে পারছি না।’ দোষী সাব্যস্ত হলে অভিযোগের প্রকৃতি অনুযায়ী মাধুরীর তিন থেকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
শিবেশ সিং বলেন, গত এপ্রিলে ইসলামাবাদ থেকে মাধুরীকে নয়াদিল্লিতে ফিরিয়ে আনা হয়। তাঁকে অফিশিয়াল সিক্রেটস আইনের তিনটি ধারায় অভিযুক্ত করা হয়েছে। তাঁর আইনজীবী যোগিন্দর দাসিয়াও নিশ্চিত করেছেন, আদালতে মাধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
গতকাল দাসিয়া বলেন, ‘অভিযোগসংক্রান্ত কাগজপত্র পেলে এ ব্যাপারে আমি মন্তব্য করতে পারব। এখন কিছুই বলতে পারছি না।’ দোষী সাব্যস্ত হলে অভিযোগের প্রকৃতি অনুযায়ী মাধুরীর তিন থেকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
No comments