নারীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায়
নারীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে জনমনে ক্ষোভের সঞ্চার করায় একজন আইনপ্রণেতাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল গ্র্যান্ড ন্যাশনাল পার্টি (জিএনপি)। গতকাল মঙ্গলবার দলের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
জিএনপি এথিকস কমিটি জানায়, গত সপ্তাহে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে নৈশভোজের সময় সিউল থেকে নির্বাচিত আইনপ্রণেতা ক্যাং ইয়ং-সেউক (৪১) দলের বিধিমালা লঙ্ঘন করেছেন। টেলিভিশন ঘোষিকা হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে আলোচনা করতে ক্যাং ইয়ং-সেউক নারীদের উপস্থিতি ও যৌন আবেদন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে।
দলের উপপ্রধান জো সুং-ইয়ং সাংবাদিকদের বলেন, ‘ক্যাং আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।’
এ সিদ্ধান্ত অবশ্যই জিএনপির দুই-তৃতীয়াংশেরও বেশি সদস্যের দ্বারা অনুমোদিত হতে হবে। এ বহিষ্কারাদেশ অনুমোদিত হলে আগামী পাঁচ বছর দলে যোগ দিতে পারবেন না ক্যাং।
ক্যাংয়ের ওই মন্তব্যের পর বিরোধী দলগুলো তাঁর পদত্যাগ দাবি করে। নারী অধিকার গোষ্ঠী ও টেলিভিশন ঘোষকেরা ওই মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন।
জিএনপি এথিকস কমিটি জানায়, গত সপ্তাহে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে নৈশভোজের সময় সিউল থেকে নির্বাচিত আইনপ্রণেতা ক্যাং ইয়ং-সেউক (৪১) দলের বিধিমালা লঙ্ঘন করেছেন। টেলিভিশন ঘোষিকা হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে আলোচনা করতে ক্যাং ইয়ং-সেউক নারীদের উপস্থিতি ও যৌন আবেদন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে।
দলের উপপ্রধান জো সুং-ইয়ং সাংবাদিকদের বলেন, ‘ক্যাং আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।’
এ সিদ্ধান্ত অবশ্যই জিএনপির দুই-তৃতীয়াংশেরও বেশি সদস্যের দ্বারা অনুমোদিত হতে হবে। এ বহিষ্কারাদেশ অনুমোদিত হলে আগামী পাঁচ বছর দলে যোগ দিতে পারবেন না ক্যাং।
ক্যাংয়ের ওই মন্তব্যের পর বিরোধী দলগুলো তাঁর পদত্যাগ দাবি করে। নারী অধিকার গোষ্ঠী ও টেলিভিশন ঘোষকেরা ওই মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন।
No comments