ভাগ্যের সঙ্গে পেরে উঠিনি: মারউইক
ভাগ্যকে দোষারোপ করা ছাড়া আর কী-ইবা করতে পারেন হল্যান্ড কোচ বার্ট ফন মারউইক। তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে স্বপ্নভঙ্গের বেদনায় নীল হতে হলে হল্যান্ডকে। টানা ছয়টি ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে এসে আসল ম্যাচটাই কেবল জিততে পারল না টোটাল ফুটবলের জনকেরা। স্পেনের কাছে ১-০ গোলে হেরে স্বপ্নসাধের অপমৃৃত্যু ঘটার দুঃখবোধ হয়তো ডাচদের তাড়িয়ে বেড়াবে বিশ্বকাপের একটি শিরোপা হাতে না আসা পর্যন্ত।
ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে হল্যান্ড কোচ বার্ট ফন মারউইক পরাজয়ের জন্য নিজেদের ভাগ্যকেই দোষারোপ করেছেন। যোগ্যতর দল হিসেবে বিশ্বকাপ জয়ের পুরো কৃতিত্ব দিয়েছেন স্পেন দলকে। তিনি বলেছেন, ‘হল্যান্ড যে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত আসতে পারবে—এটাই তো অনেকে ভাবেনি। আমরা ভালো খেলেই বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম। শেষ পর্যন্ত ভাগ্যের সঙ্গে আর পেরে উঠিনি।’
আরিয়েন রোবেনের নিশ্চিত দুটি গোলের সুযোগ হাতছাড়া করাই ম্যাচের টার্নিং পয়েন্ট মনে করেন ডাচ কোচ। তিনি বলেছেন, ‘রোবেন ওই দুটি সুযোগের একটিও যদি কাজে লাগাতে পারত, তাহলে বিশ্বকাপের শিরোপা আমাদের ঘরেই আসত। কিন্তু ভাগ্য রোবেনের সঙ্গে ছিল না, হল্যান্ডের সঙ্গেও ছিল না।’
ফাইনালের রেফারিং নিয়ে দারুণ বিরক্ত মারউইক। তিনি খেলায় মোট ১৪টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড কিছুতেই মানতে পারছেন না। তিনি মনে করেন, হেইটিঙ্গার লাল কার্ডটিতে রেফারি ওকে লঘু পাপে গুরুদণ্ড দিয়েছেন। তবে দলের পরাজয়ের জন্য তিনি রেফারিকে দায়ী না করেও বলেছেন, ‘ফাইনালের রেফারিংটা ভালো হতে পারত।
ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে হল্যান্ড কোচ বার্ট ফন মারউইক পরাজয়ের জন্য নিজেদের ভাগ্যকেই দোষারোপ করেছেন। যোগ্যতর দল হিসেবে বিশ্বকাপ জয়ের পুরো কৃতিত্ব দিয়েছেন স্পেন দলকে। তিনি বলেছেন, ‘হল্যান্ড যে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত আসতে পারবে—এটাই তো অনেকে ভাবেনি। আমরা ভালো খেলেই বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম। শেষ পর্যন্ত ভাগ্যের সঙ্গে আর পেরে উঠিনি।’
আরিয়েন রোবেনের নিশ্চিত দুটি গোলের সুযোগ হাতছাড়া করাই ম্যাচের টার্নিং পয়েন্ট মনে করেন ডাচ কোচ। তিনি বলেছেন, ‘রোবেন ওই দুটি সুযোগের একটিও যদি কাজে লাগাতে পারত, তাহলে বিশ্বকাপের শিরোপা আমাদের ঘরেই আসত। কিন্তু ভাগ্য রোবেনের সঙ্গে ছিল না, হল্যান্ডের সঙ্গেও ছিল না।’
ফাইনালের রেফারিং নিয়ে দারুণ বিরক্ত মারউইক। তিনি খেলায় মোট ১৪টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড কিছুতেই মানতে পারছেন না। তিনি মনে করেন, হেইটিঙ্গার লাল কার্ডটিতে রেফারি ওকে লঘু পাপে গুরুদণ্ড দিয়েছেন। তবে দলের পরাজয়ের জন্য তিনি রেফারিকে দায়ী না করেও বলেছেন, ‘ফাইনালের রেফারিংটা ভালো হতে পারত।
No comments