তেল নিঃসরণ বন্ধের নতুন চেষ্টায় বিপি
মেক্সিকো উপসাগরে বিস্ফোরিত তেলক্ষেত্র থেকে তেল নিঃসরণ বন্ধের নতুন চেষ্টা শুরু করেছে ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)। এবার তারা আগের চেয়েও বড় ও মজবুত ছিপি লাগিয়ে তেলকূপের ছিদ্র বন্ধের অভিযানে নেমেছে।
গত শনিবার তেল নিঃসরণ বন্ধে বড় ধরনের শক্ত ছিপি লাগানোর চেষ্টার প্রথম ধাপেই বিপি আগের লাগানো ছিপিটি সরিয়ে নিয়েছে। এখন পানির নিচে রোবোটের সাহায্যে নতুন করে ছিপি লাগানোর চেষ্টা চলছে।
নতুন ছিপি লাগাতে চার থেকে সাত দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বিপি। তার মানে, এই কদিনও অবাধে নিঃসৃত হতে থাকবে তেল।
কর্মকর্তারা বলছেন, নতুন ছিপি লাগানোর পর তেল পড়া বন্ধ হবে।
বিপির তেল অনুসন্ধান ও উৎপাদনবিষয়ক ঊর্ধ্বতন ভাইস প্রেসিডেন্ট নেট ওয়েলস বলেছেন, আগের আর এখনকার ছিপির তফাত হচ্ছে, আগেরটি পুরোপুরিভাবে ছিদ্র বন্ধ করতে পারেনি, কিন্তু এবারেরটা তা পারবে।
মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণের দুর্ঘটনাটি ঘটে গত এপ্রিল মাসে। এতে নিহত হন ওই কূপের ১১ জন কর্মী। তার পর থেকেই ক্রমাগত কূপটি থেকে গ্যালন গ্যালন তেল নিঃসৃত হচ্ছে। তেলে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি উপকূলীয় অঞ্চল।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ দুর্ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় পরিবেশ বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন।
গত শনিবার তেল নিঃসরণ বন্ধে বড় ধরনের শক্ত ছিপি লাগানোর চেষ্টার প্রথম ধাপেই বিপি আগের লাগানো ছিপিটি সরিয়ে নিয়েছে। এখন পানির নিচে রোবোটের সাহায্যে নতুন করে ছিপি লাগানোর চেষ্টা চলছে।
নতুন ছিপি লাগাতে চার থেকে সাত দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বিপি। তার মানে, এই কদিনও অবাধে নিঃসৃত হতে থাকবে তেল।
কর্মকর্তারা বলছেন, নতুন ছিপি লাগানোর পর তেল পড়া বন্ধ হবে।
বিপির তেল অনুসন্ধান ও উৎপাদনবিষয়ক ঊর্ধ্বতন ভাইস প্রেসিডেন্ট নেট ওয়েলস বলেছেন, আগের আর এখনকার ছিপির তফাত হচ্ছে, আগেরটি পুরোপুরিভাবে ছিদ্র বন্ধ করতে পারেনি, কিন্তু এবারেরটা তা পারবে।
মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণের দুর্ঘটনাটি ঘটে গত এপ্রিল মাসে। এতে নিহত হন ওই কূপের ১১ জন কর্মী। তার পর থেকেই ক্রমাগত কূপটি থেকে গ্যালন গ্যালন তেল নিঃসৃত হচ্ছে। তেলে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি উপকূলীয় অঞ্চল।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ দুর্ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় পরিবেশ বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন।
No comments