মাশরাফিদের কৃতিত্ব দিচ্ছেন স্ট্রাউস
এটাও লেখা ছিল ইয়ান বেলের কপালে! ফিল্ডিংয়ের সময় পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়ার পর যখন বাংলাদেশকে ২৩৬ রানে ইনিংস শেষ করতে দেখলেন, নিশ্চয়ই ভাবেননি সার্জিকাল বুট পরে শেষ ব্যাটসম্যান হিসেবে তাঁকেও ব্যাট করতে নামতে হবে। সেই নামাটাও হলো দেখার মতো। রানার এউইন মরগানকে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে ঢুকছেন আগের ম্যাচেই অপরাজিত ৮৪ রান করে ম্যান অব দ্য ম্যাচ হওয়া বেল!
বেল তবু খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে এলেন, শ্বাসরুদ্ধকর ম্যাচটা ইংল্যান্ড কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়েও জিততে পারল না। শফিউল ইসলামের করা শেষ ওভারে দরকার ছিল ১০ রান। প্রথম দুই বলে ২, ২ করে ৪ রান। তৃতীয় বলেই কট বিহাইন্ড জনাথন ট্রট। বেল একটি বলও না খেলে কোনো রান না করে অপরাজিত, আর ট্রট সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে যেকোনো ধরনের ক্রিকেটে বাংলাদেশের কাছে প্রথম হারের সাক্ষী হলেন ম্যাচের ৩ বল বাকি থাকতে।
ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের কথা মানলে এই পরাজয় তাদের প্রাপ্যই ছিল এদিন, ‘ব্যাপারটা খুবই সহজ, আজ (পরশু) আমরা প্রতিদ্বন্দ্বিতায়ই ছিলাম না।’ আর বাংলাদেশের কাছে যে একদিন না একদিন হারতেই হবে, সেটাও যেন জানতেন তিনি, ‘কোনো না কোনো দিন তারা আমাদের হারাতই। আমরা শুধু চাইছিলাম, সেটা যত দেরিতে ঘটে। এখন সেটা ঘটে গেছে।’
বাংলাদেশ সিরিজের ঠিক আগের সিরিজটাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অনায়াস জয় পেয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটাতেই জয়, শেষ দুই ম্যাচে হেরেও সিরিজ জয় ৩-২-এ। অথচ র্যাঙ্কিংয়ের তলানির দিকে পড়ে থাকা বাংলাদেশের বিপক্ষে আজ সিরিজের শেষ ম্যাচটা কিনা সেই ইংল্যান্ডের জন্যই হয়ে দাঁড়িয়েছে ‘বাঁচা-মরার’ লড়াই! সিরিজ জিততে এ ম্যাচের আগে ভুল সংশোধন ছাড়া আর কোনো উপায় দেখছেন না ইংল্যান্ড অধিনায়ক, ‘এখন আমাদের একটাই কাজ। মাঠে নেমে আগের ভুলগুলো শুধরে নিতে হবে।’
সেই ভুলগুলো কী? স্ট্রাউসের মতে, পরশু ব্রিস্টলে তাদের বোলিং ভালো হলেও ব্যাটিং-ফিল্ডিং সন্তোষজনক ছিল না। স্ট্রাউস অবশ্য ব্যর্থতার দায় শুধু নিজেদের ওপরই নিচ্ছেন না, কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশ দলকেও, ‘ওই রান নিয়েও যেভাবে তারা খেলে গেল, তার জন্য বাংলাদেশ দলকে কৃতিত্ব দিতেই হবে। ইনিংসের যেকোনো সময়ই তারা উইকেট নিতে পেরেছে, আমাদের ওপর চাপটা ধরে রেখেছে।’
সিরিজের শেষ ম্যাচ আজ হলেও বেলের জন্য সিরিজটা শেষ হয়ে গেছে পরশুই। তাঁর জায়গায় শেষ ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে রবি বোপারাকে।
বেল তবু খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে এলেন, শ্বাসরুদ্ধকর ম্যাচটা ইংল্যান্ড কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়েও জিততে পারল না। শফিউল ইসলামের করা শেষ ওভারে দরকার ছিল ১০ রান। প্রথম দুই বলে ২, ২ করে ৪ রান। তৃতীয় বলেই কট বিহাইন্ড জনাথন ট্রট। বেল একটি বলও না খেলে কোনো রান না করে অপরাজিত, আর ট্রট সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে যেকোনো ধরনের ক্রিকেটে বাংলাদেশের কাছে প্রথম হারের সাক্ষী হলেন ম্যাচের ৩ বল বাকি থাকতে।
ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের কথা মানলে এই পরাজয় তাদের প্রাপ্যই ছিল এদিন, ‘ব্যাপারটা খুবই সহজ, আজ (পরশু) আমরা প্রতিদ্বন্দ্বিতায়ই ছিলাম না।’ আর বাংলাদেশের কাছে যে একদিন না একদিন হারতেই হবে, সেটাও যেন জানতেন তিনি, ‘কোনো না কোনো দিন তারা আমাদের হারাতই। আমরা শুধু চাইছিলাম, সেটা যত দেরিতে ঘটে। এখন সেটা ঘটে গেছে।’
বাংলাদেশ সিরিজের ঠিক আগের সিরিজটাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অনায়াস জয় পেয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটাতেই জয়, শেষ দুই ম্যাচে হেরেও সিরিজ জয় ৩-২-এ। অথচ র্যাঙ্কিংয়ের তলানির দিকে পড়ে থাকা বাংলাদেশের বিপক্ষে আজ সিরিজের শেষ ম্যাচটা কিনা সেই ইংল্যান্ডের জন্যই হয়ে দাঁড়িয়েছে ‘বাঁচা-মরার’ লড়াই! সিরিজ জিততে এ ম্যাচের আগে ভুল সংশোধন ছাড়া আর কোনো উপায় দেখছেন না ইংল্যান্ড অধিনায়ক, ‘এখন আমাদের একটাই কাজ। মাঠে নেমে আগের ভুলগুলো শুধরে নিতে হবে।’
সেই ভুলগুলো কী? স্ট্রাউসের মতে, পরশু ব্রিস্টলে তাদের বোলিং ভালো হলেও ব্যাটিং-ফিল্ডিং সন্তোষজনক ছিল না। স্ট্রাউস অবশ্য ব্যর্থতার দায় শুধু নিজেদের ওপরই নিচ্ছেন না, কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশ দলকেও, ‘ওই রান নিয়েও যেভাবে তারা খেলে গেল, তার জন্য বাংলাদেশ দলকে কৃতিত্ব দিতেই হবে। ইনিংসের যেকোনো সময়ই তারা উইকেট নিতে পেরেছে, আমাদের ওপর চাপটা ধরে রেখেছে।’
সিরিজের শেষ ম্যাচ আজ হলেও বেলের জন্য সিরিজটা শেষ হয়ে গেছে পরশুই। তাঁর জায়গায় শেষ ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে রবি বোপারাকে।
No comments