চীনের বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে
চলতি বছরের জুন মাসে চীনের পণ্য রপ্তানি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে আন্তর্জাতিক বাণিজ্য ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা।
এ বছর জুন মাসে চীনের বাণিজ্য উদ্বৃত্ত উন্নীত হয়েছে দুই হাজার কোটি ডলারে, যা এই বছরের ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।
জুন মাসে চীনের রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৪০ কোটি ডলারে, যা গত বছরের জুন মাসের চেয়ে প্রায় ৪৪ শতাংশ বেশি।
বিশ্লেষকেরা বলছেন, চীনের এই রপ্তানি ও বাণিজ্য উদ্বৃত্ত বেড়ে যাওয়ার মধ্য দিয়ে এটাই প্রতীয়মান হচ্ছে যে ইউরোপের ঋণসংকট এখানে তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি।
বিশ্লেষকেরা আরও বলছেন, চীন সরকার গত মাসে ইউয়ানকে মাার্কিন ডলারের বিপরীতে অধিকতর মুক্তভাবে ওঠানামা করতে দেওয়ার প্রভাবও এতে পড়েছে।
পশ্চিমা দেশগুলো অনেক দিন ধরেই অভিযোগ করে আসছে যে চীন কৃত্রিমভাবে মুদ্রার মান কমিয়ে রেখে নিজ দেশের রপ্তানিকারকদের বাড়তি সুবিধা দিচ্ছে।
এ বছর জুন মাসে চীনের বাণিজ্য উদ্বৃত্ত উন্নীত হয়েছে দুই হাজার কোটি ডলারে, যা এই বছরের ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।
জুন মাসে চীনের রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৪০ কোটি ডলারে, যা গত বছরের জুন মাসের চেয়ে প্রায় ৪৪ শতাংশ বেশি।
বিশ্লেষকেরা বলছেন, চীনের এই রপ্তানি ও বাণিজ্য উদ্বৃত্ত বেড়ে যাওয়ার মধ্য দিয়ে এটাই প্রতীয়মান হচ্ছে যে ইউরোপের ঋণসংকট এখানে তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি।
বিশ্লেষকেরা আরও বলছেন, চীন সরকার গত মাসে ইউয়ানকে মাার্কিন ডলারের বিপরীতে অধিকতর মুক্তভাবে ওঠানামা করতে দেওয়ার প্রভাবও এতে পড়েছে।
পশ্চিমা দেশগুলো অনেক দিন ধরেই অভিযোগ করে আসছে যে চীন কৃত্রিমভাবে মুদ্রার মান কমিয়ে রেখে নিজ দেশের রপ্তানিকারকদের বাড়তি সুবিধা দিচ্ছে।
No comments