মুখ খুললেন গাভাস্কার
আইসিসির ক্রিকেট কমিটির প্রধান হয়েও ক্রিকেটের অভিভাবক সংস্থার নানা ভুলত্রুটির ক্ষুরধার সমালোচনা উঠে এসেছে তাঁর কলামে। শেষে তো হয় আইসিসি ক্রিকেট কমিটির প্রধান, নয়তো কলাম লেখক—এই দুইয়ের একটি ভূমিকা বেছে নিতে বাধ্য করা হয়েছিল তাঁকে। সুনীল গাভাস্কার বেছে নিয়েছিলেন কলাম লেখকের ভূমিকাই!
সেই গাভাস্কার আইপিএল নিয়ে এত কাণ্ড হয়ে যাওয়ার পরও মুখে যেন কুলুপ এঁটে বসেছিলেন। কারও কারও খোঁচা ছিল এমন, কথা বলবেন কী, লাভের গুড় তো খেয়েছেন তিনিও! অবশেষে গাভাস্কার স্বীকার করে নিলেন, আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য হওয়ার পরও আর্থিক অসংগতি আর অনিয়ম নিয়ে খুব একটা খোঁজখবর তিনি রাখতেন না। আইপিএলের বৈঠকে এ প্রসঙ্গে যখন আলোচনা হতো, সেটার বিন্দুবিসর্গও নাকি তিনি বুঝতেন না! এবং এ জন্য তিনি অনুতপ্ত।
অনেকেই বলছে, লোলিত মোদি কেন একা শাস্তি পাবেন? আইপিএলে যাতে কোনো অনিয়ম না হয় সেসব দেখার ভার ছিল যাঁদের ওপর, তাঁরা কেন বিনা শাস্তিতে পার পেয়ে যাবেন?
সেই গাভাস্কার আইপিএল নিয়ে এত কাণ্ড হয়ে যাওয়ার পরও মুখে যেন কুলুপ এঁটে বসেছিলেন। কারও কারও খোঁচা ছিল এমন, কথা বলবেন কী, লাভের গুড় তো খেয়েছেন তিনিও! অবশেষে গাভাস্কার স্বীকার করে নিলেন, আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য হওয়ার পরও আর্থিক অসংগতি আর অনিয়ম নিয়ে খুব একটা খোঁজখবর তিনি রাখতেন না। আইপিএলের বৈঠকে এ প্রসঙ্গে যখন আলোচনা হতো, সেটার বিন্দুবিসর্গও নাকি তিনি বুঝতেন না! এবং এ জন্য তিনি অনুতপ্ত।
অনেকেই বলছে, লোলিত মোদি কেন একা শাস্তি পাবেন? আইপিএলে যাতে কোনো অনিয়ম না হয় সেসব দেখার ভার ছিল যাঁদের ওপর, তাঁরা কেন বিনা শাস্তিতে পার পেয়ে যাবেন?
No comments