একাডেমি দলের ড্র
গ্রামীণফোন-বিসিবি একাডেমি কাপের দ্বিতীয় চার দিনের ম্যাচটিও ড্র করেছে জিপি-বিসিবি একাডেমি। ডি হেনড্রিকসের ১০৯ ও ডি মিলার ৯৮ রানের ইনিংসের কল্যাণে দ্বিতীয় ইনিংসে ৩৯৮ রান তুলেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা একাডেমি দল। ১০৭ রানে ৫ উইকেট নিয়েছেন শাকের আহমেদ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৩৬১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩১ রান তোলে স্বাগতিক দল। সর্বোচ্চ ৫৬ রান করেন সাব্বির রহমান। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা একাডেমির ২২২ রানের জবাবে জিপি-বিসিবি তুলেছিল ২৬০ রান।
No comments