দুই দিনেই ৯৪ হাজার ভক্ত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ অনলাইন সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক টুইটারে যুক্ত হওয়ার পর ব্যাপক সফলতা পেয়েছেন। এ সাফল্যে ভক্তদের অভিনন্দন জানিয়েছেন তিনি। মাত্র দুই দিনেই টুইটারে তাঁর ভক্তের (ফলোয়ার) সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। এ বিপুলসংখ্যক ভক্তের সাড়ায় অভিভূত শাভেজ বলেন, ‘এটা অপ্রত্যাশিত ব্যাপার, মাত্র দুই দিনেই ৯৪ হাজার ভক্ত টুইটারে যুক্ত হয়েছেন। ভক্তদের সবাইকে ধন্যবাদ।’ খবর রয়টার্স অনলাইনের।
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস বর্তমানে ভেনেজুয়েলা সফর করছেন। গতকাল বৃহস্পতিবার তাঁকে স্বাগত জানানোর এক অনুষ্ঠানে বসে শাভেজ এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি আর ইভো আছি। আমরা বিজয় চাই।’
ভেনেজুয়েলার বিরোধী শিবির অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে তাদের কর্মীদের সংগঠিত করছে। অনলাইনে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে তারা সরকারকে নানাভাবে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এ অবস্থায় শাভেজও গত মঙ্গলবার তাঁর সমর্থকদের সামাজিক ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছেন। প্রেসিডেন্টের নির্দেশ পাওয়ার পর ভক্তরা স্রোতের মতো টুইটারে যুক্ত হয়েছেন। শাভেজ নিজেও একটি টুইটার পেজ খুলেছেন। গতকাল পর্যন্ত সেই পেজে ৯৪ হাজার ভক্ত যুক্ত হন।
শাভেজের এ উদ্যোগে অবশ্য ভেনেজুয়েলানরা হেসে কুটিকুটি। তারা বলেছে, যে নেতা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা কথা বলেন, তিনি কীভাবে টুইটারে মাত্র ১৪০ বর্ণে তাঁর বক্তব্য তুলে ধরবেন।
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস বর্তমানে ভেনেজুয়েলা সফর করছেন। গতকাল বৃহস্পতিবার তাঁকে স্বাগত জানানোর এক অনুষ্ঠানে বসে শাভেজ এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি আর ইভো আছি। আমরা বিজয় চাই।’
ভেনেজুয়েলার বিরোধী শিবির অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে তাদের কর্মীদের সংগঠিত করছে। অনলাইনে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে তারা সরকারকে নানাভাবে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এ অবস্থায় শাভেজও গত মঙ্গলবার তাঁর সমর্থকদের সামাজিক ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছেন। প্রেসিডেন্টের নির্দেশ পাওয়ার পর ভক্তরা স্রোতের মতো টুইটারে যুক্ত হয়েছেন। শাভেজ নিজেও একটি টুইটার পেজ খুলেছেন। গতকাল পর্যন্ত সেই পেজে ৯৪ হাজার ভক্ত যুক্ত হন।
শাভেজের এ উদ্যোগে অবশ্য ভেনেজুয়েলানরা হেসে কুটিকুটি। তারা বলেছে, যে নেতা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা কথা বলেন, তিনি কীভাবে টুইটারে মাত্র ১৪০ বর্ণে তাঁর বক্তব্য তুলে ধরবেন।
No comments