টি-টোয়েন্টি বিশ্বকাপ বিটিভিতে
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা। ওয়েস্ট ইন্ডিজে আজ শুরু টুর্নামেন্টে বাংলাদেশের খেলাসহ প্রায় সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বিটিভি। উপমহাপরিচালক খ ম হারুন জানিয়েছেন, ‘প্রতিবছরের মতো এবারও আমরা বিশ্বকাপের খেলাগুলো দেখাব। বাংলাদেশের গ্রুপের খেলাগুলো তো থাকছেই, সেই সঙ্গে সেমিফাইনাল-ফাইনালসহ প্রায় সবগুলো ম্যাচই দেখানোর সম্ভাবনা রয়েছে।’ আজ রাত ৯টায় শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচ ও রাত ৩টায় ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড দ্বিতীয় ম্যাচটাও দেখানো হবে বলে জানিয়েছেন বিটিভির উপমহাপরিচালক।
No comments