ভারত হাফিজ সাঈদের গ্রেপ্তার দাবি করেনি
পাকিস্তানের জামাত-উদ-দাওয়া প্রধান ও জঙ্গিনেতা হাফিজ মোহাম্মদ সাঈদের গ্রেপ্তার দাবি করেনি ভারত। এমনকি গত মাসে পররাষ্ট্রসচিব পর্যায়ে যে আলোচনা হয় সেখানেও বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি গত শনিবার এ দাবি করেছেন। খবর জিনিউজ অনলাইনের।
ভারত হাফিজ সাঈদের গ্রেপ্তার চেয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিজের শহর মুলতানে কুরেশি আরও বলেন, আপনারা শুনলে অবাক হবেন যে তারা সে ধরনের কোনো দাবি করেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাসিত এর আগে গত বৃহস্পতিবার বলেন, লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা সাঈদকে ভারত তাদের হাতে তুলে দিতে বলেনি। ভারত মনে করে থাকে, ২০০৮ সালে মুম্বাইয়ে চালানো জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন সাঈদ।
সম্প্রতি দেশের শীর্ষ সন্ত্রাসীদের (মোস্ট ওয়ান্টেড) একটি তালিকা প্রকাশ করে সরকার। সন্ত্রাসীদের ওই তালিকায় এমন ২০ জনের নাম এসেছে, যারা মুম্বাইয়ে ভয়াবহ হামলার পরিকল্পনায় জড়িত ছিল। তবে ওই তালিকায় জঙ্গিনেতা হাফিজ সাঈদের নাম আসেনি।
ভারত হাফিজ সাঈদের গ্রেপ্তার চেয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিজের শহর মুলতানে কুরেশি আরও বলেন, আপনারা শুনলে অবাক হবেন যে তারা সে ধরনের কোনো দাবি করেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাসিত এর আগে গত বৃহস্পতিবার বলেন, লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা সাঈদকে ভারত তাদের হাতে তুলে দিতে বলেনি। ভারত মনে করে থাকে, ২০০৮ সালে মুম্বাইয়ে চালানো জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন সাঈদ।
সম্প্রতি দেশের শীর্ষ সন্ত্রাসীদের (মোস্ট ওয়ান্টেড) একটি তালিকা প্রকাশ করে সরকার। সন্ত্রাসীদের ওই তালিকায় এমন ২০ জনের নাম এসেছে, যারা মুম্বাইয়ে ভয়াবহ হামলার পরিকল্পনায় জড়িত ছিল। তবে ওই তালিকায় জঙ্গিনেতা হাফিজ সাঈদের নাম আসেনি।
No comments