জাতিসংঘ মহাসচিবের পরিকল্পনা বেআইনি
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে বলেছেন, তাঁর দেশে গৃহযুদ্ধের সময় মানবাধিকার লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুন বিশেষজ্ঞ প্যানেল গঠনের যে পরিকল্পনা করেছেন, তা বেআইনি। প্রেসিডেন্ট রাজাপক্ষের কার্যালয় শনিবার এক বিবৃতিতে এ কথা জানায়।
প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট রাজাপক্ষে বলেছেন, শ্রীলঙ্কার মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞ প্যানেল গঠনে জাতিসংঘ মহাসচিব যে পরিকল্পনা করেছেন, তা বেআইনি। তিনি বলেন, অন্য কোনো দেশে বড় ধরনের সশস্ত্র লড়াইয়ের ক্ষেত্রে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এসব সশস্ত্র লড়াইয়ে সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক বেসামরিক লোকের প্রাণহানি এবং মানবিক বিপর্যয় ঘটা সত্ত্বেও এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, রাজাপক্ষে বলেছেন, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা ৮ এপ্রিলের সাধারণ নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে হস্তক্ষেপের শামিল বলে বিবেচিত হবে।
প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট রাজাপক্ষে বলেছেন, শ্রীলঙ্কার মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞ প্যানেল গঠনে জাতিসংঘ মহাসচিব যে পরিকল্পনা করেছেন, তা বেআইনি। তিনি বলেন, অন্য কোনো দেশে বড় ধরনের সশস্ত্র লড়াইয়ের ক্ষেত্রে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এসব সশস্ত্র লড়াইয়ে সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক বেসামরিক লোকের প্রাণহানি এবং মানবিক বিপর্যয় ঘটা সত্ত্বেও এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, রাজাপক্ষে বলেছেন, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা ৮ এপ্রিলের সাধারণ নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে হস্তক্ষেপের শামিল বলে বিবেচিত হবে।
No comments