অপহূত ব্রিটিশ বালকের বাবাকে গিলানির আশ্বাস
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাঁর দেশে অপহূত পাঁচ বছর বয়সী ব্রিটিশ বালক সাহিল সাঈদকে উদ্ধারের প্রচেষ্টা জোরদার করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন। গিলানি ওই বালকের পরিবারে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি গত শনিবার সাহিল সাঈদের বাবাকে ফোন করে তাঁকে তাঁর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
অপহরণকারীরা রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ঝিলাম শহরে সাহিলকে তার নানিবাড়ি থেকে অপহরণ করে। তারা ওই সময় নগদ অর্থ ও গয়না লুট করে। এখন তারা এক লাখ ২০ হাজার ডলার মুক্তিপণ দাবি করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, গিলানি শনিবার অপহূত বালকের বাবা রাজা নাক্কাশ সাঈদকে ফোন করেন এবং তাঁর ছেলেকে উদ্ধারে তাঁর সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রাজা মোহাম্মদ তাহির বলেন, পুলিশ এ বিষয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করছে এবং শিগগিরই ওই পরিবারকে তারা একটা ভালো খবর দিতে পারবে।
অপহরণকারীরা রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ঝিলাম শহরে সাহিলকে তার নানিবাড়ি থেকে অপহরণ করে। তারা ওই সময় নগদ অর্থ ও গয়না লুট করে। এখন তারা এক লাখ ২০ হাজার ডলার মুক্তিপণ দাবি করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, গিলানি শনিবার অপহূত বালকের বাবা রাজা নাক্কাশ সাঈদকে ফোন করেন এবং তাঁর ছেলেকে উদ্ধারে তাঁর সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রাজা মোহাম্মদ তাহির বলেন, পুলিশ এ বিষয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করছে এবং শিগগিরই ওই পরিবারকে তারা একটা ভালো খবর দিতে পারবে।
No comments