ভারতের সামরিকীকরণ বড় হুমকি: পাকিস্তান
যুক্তরাষ্ট্রের দেওয়া উচ্চপ্রযুক্তির সামরিক সরঞ্জাম নিয়ে ভারতের উদ্বেগ নাকচ করে পাকিস্তান বলেছে, তাদের সামরিক নীতি সম্পূর্ণ আত্মরক্ষামূলক। গতকাল রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাসিত এ কথা বলেন। পাশাপাশি তিনি ভারতের বিরুদ্ধে ‘ব্যাপক সামরিকীকরণের’ অভিযোগ তুলে একে এ অঞ্চলের জন্য বড় হুমকি হিসেবেও উল্লেখ করেন।
বাসিতকে উদ্ধৃত করে পাকিস্তানভিত্তিক পত্রিকা দ্য নিউজ বলেছে, ‘ভারতের ব্যাপক সামরিক শক্তি অর্জন ও সামরিক নীতি এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় উদ্বেগ সৃষ্টি করেছে। অন্যদিকে পাকিস্তান সব সময়ই নিজস্ব সামরিক নীতিতে নিজস্ব নিরাপত্তা রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। আমাদের সামরিক নীতি মূলত আত্মরক্ষামূলক।’
বাসিতকে উদ্ধৃত করে পাকিস্তানভিত্তিক পত্রিকা দ্য নিউজ বলেছে, ‘ভারতের ব্যাপক সামরিক শক্তি অর্জন ও সামরিক নীতি এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় উদ্বেগ সৃষ্টি করেছে। অন্যদিকে পাকিস্তান সব সময়ই নিজস্ব সামরিক নীতিতে নিজস্ব নিরাপত্তা রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। আমাদের সামরিক নীতি মূলত আত্মরক্ষামূলক।’
No comments