রাজনৈতিক দল গড়লেন যোগগুরু রামদেব
নতুন একটি রাজনৈতিক দল গড়েছেন ভারতের যোগগুরু রামদেব। গত মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন। তাঁর দলের নাম ভারত স্বাভিমান পার্টি।
এ দল ভারতের আগামী লোকসভা নির্বাচনে ৫৪৪টি আসনেই প্রার্থী দেবে বলে ঘোষণা দিয়েছেন যোগগুরু। একই সঙ্গে তিনি আরও বলেছেন, প্রতিটি ভোটকেন্দ্রে তিনি সাত থেকে ১০ লাখ দলীয় সদস্য নিয়োগ দেবেন। তবে রামদেব জানান, তিনি অবশ্য সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হবেন না। নির্বাচনেও অংশ নেবেন না।
এ দল ভারতের আগামী লোকসভা নির্বাচনে ৫৪৪টি আসনেই প্রার্থী দেবে বলে ঘোষণা দিয়েছেন যোগগুরু। একই সঙ্গে তিনি আরও বলেছেন, প্রতিটি ভোটকেন্দ্রে তিনি সাত থেকে ১০ লাখ দলীয় সদস্য নিয়োগ দেবেন। তবে রামদেব জানান, তিনি অবশ্য সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হবেন না। নির্বাচনেও অংশ নেবেন না।
No comments