পিসিএলে খেলতেও অনুমতি লাগবে পাকিস্তানিদের
এবারের আইপিএলটা দেখতে হচ্ছে টিভিতেই, পাকিস্তানি ক্রিকেটাররা আশা করেছিলেন বাংলাদেশের পিসিএলে অন্তত খেলতে পারবেন। কাল সেই আশাতেও একটা ধাক্কামতো খেয়েছেন তাঁরা। খুব বড় কোনো বাধা অবশ্য নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, দেশের বাইরে যেকোনো জায়গায় খেলতে হলেই বোর্ডের অনুমতি নিতে হবে ক্রিকেটারদের। এবার শারজায় অনুষ্ঠেয় পিসিএলে খেলার অনুমতি তাঁরা পেতেই পারেন, তবে তারপরও পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক অবস্থা তাদের জন্য একটু শঙ্কার তো বটেই। ওয়েবসাইট।
ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে এসে একটি দলে স্বাক্ষর করেছেন রানা নাভেদ-উল হাসান এবং আবদুল রাজ্জাক। খেলার কথা শহীদ আফ্রিদি, ইমরান নাজির, শোয়েব মালিক, উমর আকমল, মোহাম্মদ হাফিজসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারের। কাল পিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পিসিবি সুনিশ্চিতভাবে জানাতে চায়, কোনো ক্রিকেটার বোর্ডের বৈধ অনুমতি ছাড়া দেশের বাইরে কোথাও খেলতে যেতে পারবে না।’ সপ্তাহখানেক আগেই অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার কারণে গঠিত তদন্ত কমিটির সুপারিশে ইউনুস খান এবং মোহাম্মদ ইউসুফকে অনির্দিষ্ট মেয়াদে এবং শোয়েব মালিক ও রানা নাভেদকে এক বছরের জন্য পাকিস্তান দলে নিষিদ্ধ করেছে পিসিবি। মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে শহীদ আফ্রিদি ও আকমল ভাইদের।
ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে এসে একটি দলে স্বাক্ষর করেছেন রানা নাভেদ-উল হাসান এবং আবদুল রাজ্জাক। খেলার কথা শহীদ আফ্রিদি, ইমরান নাজির, শোয়েব মালিক, উমর আকমল, মোহাম্মদ হাফিজসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারের। কাল পিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পিসিবি সুনিশ্চিতভাবে জানাতে চায়, কোনো ক্রিকেটার বোর্ডের বৈধ অনুমতি ছাড়া দেশের বাইরে কোথাও খেলতে যেতে পারবে না।’ সপ্তাহখানেক আগেই অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার কারণে গঠিত তদন্ত কমিটির সুপারিশে ইউনুস খান এবং মোহাম্মদ ইউসুফকে অনির্দিষ্ট মেয়াদে এবং শোয়েব মালিক ও রানা নাভেদকে এক বছরের জন্য পাকিস্তান দলে নিষিদ্ধ করেছে পিসিবি। মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে শহীদ আফ্রিদি ও আকমল ভাইদের।
No comments