দুদলই বিশ্রামে কাটাল দিনটা
চট্টগ্রাম টেস্ট শেষে পরশু রাতেই ঢাকা ফিরেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। প্রচণ্ড গরমে সাড়ে চার দিন লড়তে হয়েছে মাঠে। কাল তাই অনুশীলন ছিল না কোনো দলেরই। ইংলিশরা কাল সারা দিনই কাটিয়েছে বিশ্রামে, এমনকি জিমও করেনি তারা। সন্ধ্যায় কোচ অ্যান্ডি ফ্লাওয়ার কোথায় যেন ছুটলেন একটা গাড়ি নিয়ে। কাল ছুটি কাটিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। ঢাকায় ফিরেই কেউ কেউ গেছেন বাসায়, অন্যরা হোটেলেই কাটিয়েছেন অলস সময়। আজ অবশ্য অনুশীলন আছে দুদলেরই, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শেষ টেস্ট শুরু হবে আগামী পরশু।
চট্টগ্রাম টেস্ট জয় দ্বিতীয় টেস্টে মানসিকভাবে এগিয়ে রাখবে ইংল্যান্ডকে। তবে সাফল্যহীন বাংলাদেশকে চট্টগ্রামও কিন্তু একেবারে ‘খালি হাতে’ ফেরায়নি। বিশেষ করে জুনায়েদ-মুশফিকের ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানো সাকিবের দল দেখিয়েছে মানসিক দৃঢ়তা তৈরি হয়েছে তাদেরও। এটাই হয়তো মিরপুরে সাজিয়েছে আরেকটি জমজমাট টেস্টের প্রেক্ষাপট!
চট্টগ্রাম টেস্ট জয় দ্বিতীয় টেস্টে মানসিকভাবে এগিয়ে রাখবে ইংল্যান্ডকে। তবে সাফল্যহীন বাংলাদেশকে চট্টগ্রামও কিন্তু একেবারে ‘খালি হাতে’ ফেরায়নি। বিশেষ করে জুনায়েদ-মুশফিকের ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানো সাকিবের দল দেখিয়েছে মানসিক দৃঢ়তা তৈরি হয়েছে তাদেরও। এটাই হয়তো মিরপুরে সাজিয়েছে আরেকটি জমজমাট টেস্টের প্রেক্ষাপট!
No comments