উত্তর কোরিয়ার কাছে ১০০০ ক্ষেপণাস্ত্র আছে
দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়ার কাছে বর্তমানে বিভিন্ন ধরনের এক হাজার ক্ষেপণাস্ত্র আছে। এই সংখ্যা দুই বছর আগের আনুমানিক হিসাবের চেয়ে ২৫ শতাংশ বেশি। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম তায়ে-ইয়ং এ কথা বলেছেন। এএফপি।
রাজধানী সিউলে আয়োজিত এক ফোরামে মন্ত্রী কিম তায়ে-ইয়ং আরও বলেন, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি সমৃদ্ধ করেই চলছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, উত্তর কোরিয়ার কাছে এক হাজার ক্ষেপণাস্ত্রের মধ্যে স্কাড, রোডংস ও আইআরবিএম (মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র) রয়েছে। দুই বছর আগে তাদের প্রায় ৮০০টি ক্ষেপণাস্ত্র ছিল।
কর্মকর্তারা জানান, অনেক ক্ষেপণাস্ত্র আন্তকোরিয়া সীমান্তে মোতায়েন করা হয়েছে এবং তা সিউল ও দক্ষিণ কোরিয়ার অন্য স্থানের দিকে লক্ষ্য করা আছে।
ইয়োনহ্যাপ বার্তা সংস্থা জানায়, তিন হাজার কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম আইআরবিএম ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য উত্তর কোরিয়া গত সপ্তাহে নতুন সামরিক বিভাগ প্রতিষ্ঠা করেছে। এই ক্ষেপণাস্ত্র জাপানে ও গুয়ামে মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় তায়েপোডং ক্ষেপণাস্ত্র আলাস্কা পর্যন্ত পৌঁছাতে পারে।
রাজধানী সিউলে আয়োজিত এক ফোরামে মন্ত্রী কিম তায়ে-ইয়ং আরও বলেন, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি সমৃদ্ধ করেই চলছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, উত্তর কোরিয়ার কাছে এক হাজার ক্ষেপণাস্ত্রের মধ্যে স্কাড, রোডংস ও আইআরবিএম (মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র) রয়েছে। দুই বছর আগে তাদের প্রায় ৮০০টি ক্ষেপণাস্ত্র ছিল।
কর্মকর্তারা জানান, অনেক ক্ষেপণাস্ত্র আন্তকোরিয়া সীমান্তে মোতায়েন করা হয়েছে এবং তা সিউল ও দক্ষিণ কোরিয়ার অন্য স্থানের দিকে লক্ষ্য করা আছে।
ইয়োনহ্যাপ বার্তা সংস্থা জানায়, তিন হাজার কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম আইআরবিএম ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য উত্তর কোরিয়া গত সপ্তাহে নতুন সামরিক বিভাগ প্রতিষ্ঠা করেছে। এই ক্ষেপণাস্ত্র জাপানে ও গুয়ামে মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় তায়েপোডং ক্ষেপণাস্ত্র আলাস্কা পর্যন্ত পৌঁছাতে পারে।
No comments