বার্লিন প্রাচীর পতনের ২০ বছর পূর্তি অনুষ্ঠান শুরু by সরাফ আহমেদ
জার্মানিতে বার্লিন প্রাচীর পতনের ২০ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠান শুরু হয়েছে। পূর্ব জার্মানির জনগণের আন্দোলনের মুখে ১৯৮৯ সালের ৯ নভেম্বর এই প্রাচীরের পতন ঘটে।
অনুষ্ঠানের প্রথম দিন গত শনিবার ওই সময়ের নেতৃস্থানীয় নেতাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন জার্মানির সাবেক চ্যান্সেলর হেলমুট কোহল, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ ও সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভ।
অনুষ্ঠানে জার্মানির প্রেসিডেন্ট হোর্স্ট কোলার বলেছেন, ‘জার্মান নাগরিকদের পক্ষ থেকে এই তিন নেতাকে কৃতজ্ঞতা জানাই; যাঁদের নেতৃত্বে একদিন দুই জার্মানিকে বিভক্তকারী প্রাচীরটি ভেঙে ফেলা সম্ভব হয়েছিল।’ হেলমুট বলেন, ‘জার্মান জাতির জন্য গর্ব করার কিছু নেই। তবে এই বার্লিন প্রাচীরের পতন এবং জার্মান জাতির পুনরেকত্রীকরণ নিয়ে আমরা গর্ব করতে পারি।’
বার্লিন প্রাচীর পতনের এক বছর পরই সাবেক পূর্ব জার্মানির কমিউনিস্ট সরকার ভেঙে পড়ে এবং এক বছরের মধ্যেই দুই জার্মানি আবারও একত্র হয়। ৯ নভেম্বর হবে মূল অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রথম দিন গত শনিবার ওই সময়ের নেতৃস্থানীয় নেতাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন জার্মানির সাবেক চ্যান্সেলর হেলমুট কোহল, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ ও সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভ।
অনুষ্ঠানে জার্মানির প্রেসিডেন্ট হোর্স্ট কোলার বলেছেন, ‘জার্মান নাগরিকদের পক্ষ থেকে এই তিন নেতাকে কৃতজ্ঞতা জানাই; যাঁদের নেতৃত্বে একদিন দুই জার্মানিকে বিভক্তকারী প্রাচীরটি ভেঙে ফেলা সম্ভব হয়েছিল।’ হেলমুট বলেন, ‘জার্মান জাতির জন্য গর্ব করার কিছু নেই। তবে এই বার্লিন প্রাচীরের পতন এবং জার্মান জাতির পুনরেকত্রীকরণ নিয়ে আমরা গর্ব করতে পারি।’
বার্লিন প্রাচীর পতনের এক বছর পরই সাবেক পূর্ব জার্মানির কমিউনিস্ট সরকার ভেঙে পড়ে এবং এক বছরের মধ্যেই দুই জার্মানি আবারও একত্র হয়। ৯ নভেম্বর হবে মূল অনুষ্ঠান।
No comments