পাকিস্তানকে সতর্ক করলেন চিদাম্বরম
ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। আর পাকিস্তানের পক্ষ থেকে যেকোনো ধরনের সন্ত্রাসী হামলার জবাব ‘ইটের বদলে পাটকেলের’ মাধ্যমেই দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ার করে দেন। একই সঙ্গে তিনি পাকিস্তানকে ভারতের সঙ্গে ‘ছেলেখেলা’ না করারও পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, মুম্বাই হামলাই যেন এ খেলার শেষ দৃশ্য হয়। গত শনিবার রাতে তামিলনাড়ুর মাদুরাইয়ে এক জনসভায় এসব কথা বলেন।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সীমান্তের ওপার থেকে সংঘটিত সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ক্রমাগত শক্তিশালী হচ্ছে। আমি পাকিস্তানকে সতর্ক করে বলতে চাই, আমাদের সঙ্গে খেলবেন না। মুম্বাই হামলাই যেন আপনাদের শেষ খেলা হয়। এই খেলা এখনই বন্ধ করুন।’
স্বরাষ্ট্রমন্ত্রী তামিল ভাষায় দেওয়া তাঁর বক্তব্যে বলেন, ‘পাকিস্তানের জঙ্গি ও সন্ত্রাসীরা যদি ভারতে কোনো হামলার চেষ্টা করে, তবে তাদের শুধু পরাস্তই করা হবে না, কঠোর ভাষায় এর পাল্টা জবাবও দেওয়া হবে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সীমান্তের ওপার থেকে সংঘটিত সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ক্রমাগত শক্তিশালী হচ্ছে। আমি পাকিস্তানকে সতর্ক করে বলতে চাই, আমাদের সঙ্গে খেলবেন না। মুম্বাই হামলাই যেন আপনাদের শেষ খেলা হয়। এই খেলা এখনই বন্ধ করুন।’
স্বরাষ্ট্রমন্ত্রী তামিল ভাষায় দেওয়া তাঁর বক্তব্যে বলেন, ‘পাকিস্তানের জঙ্গি ও সন্ত্রাসীরা যদি ভারতে কোনো হামলার চেষ্টা করে, তবে তাদের শুধু পরাস্তই করা হবে না, কঠোর ভাষায় এর পাল্টা জবাবও দেওয়া হবে।
No comments