প্রথম ম্যাচে বাংলাদেশের পাঁচ গোলে পরাজয় -অনূর্ধ্ব-১৯ এশীয় ফুটবল
শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে পরাজয় মানতে মানসিকভাবে তৈরিই ছিল বাংলাদেশ। তবে সেটি যত কম ব্যবধানে আসে, এই ছিল কামনা। শেষ পর্যন্ত পরাজয় ০-৫ গোলে। কাল ব্যাংককে এই ম্যাচ দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের গ্রুপ পর্ব শুরু করল বাংলাদেশ।
ছয় মিনিটে লি জা গুয়ান শুরু করেন গোল-উত্সব। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লি হাকমিন। বিরতির পর আক্রমণ বাড়িয়ে ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ৩-০ কিম ওয়ান সিক। দুই মিনিট পর সুক হাইনজুনের গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। শেষ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের শেষ গোলটি লি হাকমিনের।
বাফুফে জানিয়েছে, বাংলাদেশ দল প্রতি-আক্রমণে উঠেছে এবং গোলের সুযোগও তৈরি করেছে। গোলরক্ষক সোহেল আলম ৫ গোল খেলেও বাঁচিয়েছেন বেশ কয়েকটি। তবে বাংলাদেশ দলের কোচ শফিকুল ইসলাম এমন পরাজয়ে হতাশ নন, ‘বিশ্বকাপে খেলা দক্ষিণ কোরিয়ার যুবদলের কাছে ৫ গোলে পরাজয়ে অবাক হওয়ার কিছু নেই।’ বাংলাদেশ আগামীকাল দ্বিতীয় ম্যাচ খেলবে ভিয়েতনামের সঙ্গে।
ছয় মিনিটে লি জা গুয়ান শুরু করেন গোল-উত্সব। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লি হাকমিন। বিরতির পর আক্রমণ বাড়িয়ে ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ৩-০ কিম ওয়ান সিক। দুই মিনিট পর সুক হাইনজুনের গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। শেষ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের শেষ গোলটি লি হাকমিনের।
বাফুফে জানিয়েছে, বাংলাদেশ দল প্রতি-আক্রমণে উঠেছে এবং গোলের সুযোগও তৈরি করেছে। গোলরক্ষক সোহেল আলম ৫ গোল খেলেও বাঁচিয়েছেন বেশ কয়েকটি। তবে বাংলাদেশ দলের কোচ শফিকুল ইসলাম এমন পরাজয়ে হতাশ নন, ‘বিশ্বকাপে খেলা দক্ষিণ কোরিয়ার যুবদলের কাছে ৫ গোলে পরাজয়ে অবাক হওয়ার কিছু নেই।’ বাংলাদেশ আগামীকাল দ্বিতীয় ম্যাচ খেলবে ভিয়েতনামের সঙ্গে।
No comments