রেকর্ড কর্নার টানা ২২তম সেমিফাইনাল
গ্র্যান্ড স্লামের সেমিফাইনালের আগে বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতাটা যে রজার ফেদেরার ভুলে গেছেন, এটা নিয়ে আপনি নিশ্চিন্তে বাজি ধরতে পারেন। এটি মনে করতে হলে ফেদেরারকে যে খুঁজে ফিরতে হবে প্রায় সাড়ে পাঁচ বছর আগের স্মৃতি! ২০০৪ সালের ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে হারার পর এখনো পর্যন্ত কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালের আগে বাদ পড়েননি। এবারের ইউএস ওপেনে উঠলেন গ্র্যান্ড স্লামে টানা ২২তম সেমিফাইনালে। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডের মতো এই রেকর্ডটিতেও ফেদেরার নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। টানা ১০টি গ্র্যান্ড স্লাম সেমিফাইনালের বেশি খেলার নজিরই নেই আর কারও। এবারের আগে টানা যে ২১টি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠেছেন, শিরোপা জিতেছেন তার ১৩টিতে। ৫টিতে হয়েছেন রানারআপ (সবগুলোতেই হেরেছেন রাফায়েল নাদালের কাছে) আর সেমিফাইনালে হেরেছেন মাত্র তিনবার (২০০৫ ও ২০০৮ অস্ট্রেলিয়ান ওপেন ও ২০০৫ ফ্রেঞ্চ ওপেনে)।
No comments