বিসিবির নতুন সভাপতি আ হ ম মোস্তফা কামাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির পদে পরিবর্তন আসছে। বিশ্বস্ত সূত্রের খবর, বিসিবির নতুন সভাপতি হচ্ছেন কুমিল্লা-১০ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আবাহনীর ক্রিকেট কমিটির প্রধান আ হ ম মোস্তফা কামাল। যিনি লোটাস কামাল নামেই বেশি পরিচিত।
বোর্ড সভাপতি হিসেবে নাম শোনা যাচ্ছিল আরেক সংসদ সদস্য এবং বিসিবি পরিচালক গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকেরও। তবে সূত্র জানিয়েছে, আ হ ম মোস্তফা কামালকে বোর্ড সভাপতি করার সিদ্ধান্তটি মোটামুটি চূড়ান্ত। আগামী সপ্তাহের শুরুতেই সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে তাঁর নাম। কাল রাতে এ ব্যাপারে আ হ ম মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, ‘আমি এ রকম কোনো খবর এখনো জানি না। তবে আমাকে এ দায়িত্ব দেওয়া হলে আমি সবাইকে নিয়ে তা ঠিকভাবে পালন করার চেষ্টা করব।’
২০০৭ সালের ২৯ জুলাই ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য সিনা ইবনে জামালীর সভাপতিত্বে ১২ সদস্যের অস্থায়ী কার্যনির্বাহী কমিটি গঠন করেছিল তত্কালীন তত্ত্বাবধায়ক সরকার। গত বছরের নভেম্বর মাসে নির্বাচনের মাধ্যমে বিসিবিতে নতুন পরিচালনা পর্ষদ এলেও সভাপতি থেকে যান জামালী।
বোর্ড সভাপতি হিসেবে নাম শোনা যাচ্ছিল আরেক সংসদ সদস্য এবং বিসিবি পরিচালক গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকেরও। তবে সূত্র জানিয়েছে, আ হ ম মোস্তফা কামালকে বোর্ড সভাপতি করার সিদ্ধান্তটি মোটামুটি চূড়ান্ত। আগামী সপ্তাহের শুরুতেই সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে তাঁর নাম। কাল রাতে এ ব্যাপারে আ হ ম মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, ‘আমি এ রকম কোনো খবর এখনো জানি না। তবে আমাকে এ দায়িত্ব দেওয়া হলে আমি সবাইকে নিয়ে তা ঠিকভাবে পালন করার চেষ্টা করব।’
২০০৭ সালের ২৯ জুলাই ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য সিনা ইবনে জামালীর সভাপতিত্বে ১২ সদস্যের অস্থায়ী কার্যনির্বাহী কমিটি গঠন করেছিল তত্কালীন তত্ত্বাবধায়ক সরকার। গত বছরের নভেম্বর মাসে নির্বাচনের মাধ্যমে বিসিবিতে নতুন পরিচালনা পর্ষদ এলেও সভাপতি থেকে যান জামালী।
No comments