এখনও মুক্তি নিশ্চিত না হওয়ায় ইসরাইলি সরকারের সমালোচনা করলেন আটক জিম্মি
হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল কাসসাম ব্রিগেড তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে ওই জিম্মিকে একটি আঁটসাঁট স্থানে বসে থাকতে দেখা গেছে। ছুটির দিনগুলো উদযাপন করতে দেশে ফেরার কথা জানিয়েছেন এডান আলেকজান্ডার। ইসরাইলে বর্তমানে পাসওভারের ছুটি চলছে। মিশরের দাসত্ব থেকে ইহুদিদে বাইবেল মুক্তির স্মরণে এই ছুটি উদযাপন করেন ইসরাইলিরা। ২১ বছর বয়সী আলেকজান্ডার তেল আবিবে জন্মগ্রহণ করেন। তবে বেড়ে ওঠেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। সেখানে উচ্চ মাধ্যমিক পড়াশুনা শেষে সেনাবাহিনীতে যোগ দিতে ইসরাইলে ফিরে আসেন তিনি।
শনিবারের শুরুতে পৃথক এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরাইলের হামলায় কেবল ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদেরই নয়, অবশিষ্ট জিম্মিদের জীবনও বিপন্ন করে তুলেছে।
৭ অক্টোবর মোট ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস। যাদের অনেককেই মুক্তি দেয়া হয়েছে। আর এখনও আটক আছে মোট ৫৮জন জিম্মি। ইসরাইলি সেনাবাহিনীর দাবি ৩৪ জন জিম্মিকে হত্যা করেছে হামাস। ১৮ মার্চ গাজায় ইসরায়েলের বিমান হামলা পুনরায় শুরু হওয়ার আগে সাম্প্রতিক যুদ্ধবিরতি চলাকালীন, হামাস ৩৩ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। যার মধ্যে আটজনের মৃতদেহও রয়েছে।
No comments