গাজার হাসপাতালে হামলা চালিয়েছে ইসরাইল: হামাস

গাজার হাসপাতালে ইসরাইল হামলা চালিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। উপত্যকাটির আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে বোমা বর্ষণ করেছে ইসরাইল। এতে হাসপাতালটির নিবিড় পরিচর্যা ও সার্জারি বিভাগ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও অনলাইনে পোস্ট করেছে হামাস। সেখানে দেখা যায়, হাসপাতালটিকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের পর সেখানে আগুন জ্বলে ওঠে। এ সময় হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রোগীসহ আশপাশের মানুষদের ঘটনাস্থল থেকে ছুটে বেরিয়ে আসতে দেখা যায়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, হাসপাতালের এক চিকিৎসককে ফোন করে সেখান থেকে রোগী সরিয়ে নিতে হুমকি দেয় ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর এক কর্মকর্তা। ইসরাইলের এই হামলাকে ‘ভয়ঙ্কর অপরাধ’ বলে অভিহিত করেছে হামাস। এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হামাস।

স্থানীয় ওই সাংবাদিক জানিয়েছেন, ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের কাছে ফোন করে হুমকি দিয়ে বলেন, সব রোগী এবং বাস্তুচ্যুত মানুষকে অবশ্যই নিরাপদ স্থানে সরে যেতে হবে। আপনাদের হাতে আছে মাত্র ২০ মিনিট। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গভীর অন্ধকারের মধ্যেই হাসপাতালে আশ্রয় নেয়া ব্যক্তি এবং স্টাফরা ছুটে বেরিয়ে আসছে। তাদের মধ্যে কয়েক ডজন নারী ও শিশুও ছিল। হামলার শুরু থেকেই হাসপাতালগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে ইসরাইল। এর আগে তারা গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফাকে পুরোপুরি ধ্বংস করে দেয় তারা। এতে উপত্যকাটির চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

mzamin

No comments

Powered by Blogger.