জর্ডানে সাগরতলে সামরিক জাদুঘর উন্মোচন
পানির ৯২ ফুট নিচে ডোবানো ট্যাংক |
জর্ডানের আকাবা শহরের উপকূলে উন্মোচিত হলো ডুবো সামরিক
জাদুঘর। পানির ৯২ ফুট নিচে এর অবস্থান। এটাই পানির নিচে মধ্যপ্রাচ্যের
দেশটির প্রথম জাদুঘর।
২৪ জুলাই বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে কয়েকটি সামরিক বাহন একের পর
এক ডোবানো হয়। এর মধ্যে রয়েছে ট্যাংক, সৈন্যদের পিকআপ ও একটি হেলিকপ্টার।
রণাঙ্গনে এসব বাহন ব্যবহৃত হয়ে থাকে। ভারত মহাসাগরের অন্তর্গত রেড সি
উপসাগরের প্রবালদ্বীপে এগুলো রাখা হয়েছে।
আকাবা বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মতে, পানির নিচে সামরিক বাহনের
প্রদর্শনীর সুবাদে পর্যটকদের জাদুঘর দেখার নতুন অভিজ্ঞতা হবে। এতে
একইসঙ্গে আনন্দ, সামুদ্রিক পরিবেশ ও প্রদর্শনীর সম্মিলন পাওয়া যাবে।
জর্ডানের রয়েল এয়ার ফোর্সের দান করা একটি সামরিক হেলিকপ্টারটি ডোবানো হয়।
আকাবা
বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ইংরেজি দৈনিক জর্ডান টাইমসকে নিশ্চিত
করেছে, সব বাহন ডোবানোর আগে সব বিপজ্জনক উপকরণ সরিয়ে ফেলা হয়েছে।
জাদুঘরে স্নোরকেলার ও স্কুবা ডাইভারদের মতো ডুবুরি পর্যটকরা কাচের মেঝে সমৃদ্ধ নৌযানে ভেসে যেতে পারবেন।
রেড সি’র উত্তরভাগের প্রবালদ্বীপ ডুবুরিসহ পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য
>>>সূত্র: বিবিসি
No comments