সন্ত্রাসে অর্থায়নে অভিযুক্ত মুসলিম বিউটি কুইন
সাবেক
মুসলিম বিউটি কুইন ২১ বছর বয়সী আমানি নূরের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের
অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, তিনি ‘দ্য মার্সিফুল হ্যান্ডস’ নামে একটি
গ্রুপকে অর্থ দিয়েছেন। এ অভিযোগে তাকে হাজির করা হয়েছিল বৃটেনের লিভারপুল
ক্রাউন কোর্টে। তার সঙ্গে অভিযুক্ত করা হয়েছে ইস্ট ল্যাঙ্কাশায়ারের
ভিক্টোরিয়া ওয়েবস্টারকে (২৮)। আমানি নূর বৃটেনের সাবেক ‘মিস টিন গ্রেট
বৃটেন’ সেমি ফাইনালিস্ট। ২০১৮ সালের ২৩ মে তিনি সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ
অস্বীকার করেছেন। আমানি নূর লিভারপুল মিডিয়া একাডেমির সাবেক ছাত্রী।
অভিযোগে বলা হয়েছে তিনি দ্য মার্সিফুল হ্যান্ডস নামের সংগঠনকে ৪৫.৫১ ডলার
অর্থ সহায়তা দিয়েছেন।
অভিযোগে আরো বলা হয়েছে, এই অর্থ সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার হতে পারে এমনটা জেনে অথবা যৌক্তিক কারণে তিনি ওই অর্থ দিয়েছেন।
অন্যদিকে ভিক্টোরিয়া ওয়েবস্টার তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়নের তিন দফা অভিযোগ স্বীকার করেছেন। বলেছেন, ওই অর্থ গতবছর মার্চ থেকে আগস্টের মধ্যে তিনি সরবরাহ করেছেন। আমানি নূরকে তিনি দ্য মার্সিফুল হ্যান্ডস নামের সংগঠনে অর্থ সহায়তা দেয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন বলে স্বীকার করে নিয়েছেন। ওয়েবস্টার স্বীকার করেছেন তিনি গত বছর ২২ এপ্রিল থেকে ৬ই মে পর্যন্ত সময়ে ওই গ্রুপটিকে ২২.৭৭ ডলার, ২৪শে মার্চ থেকে ১৪ই আগস্ট ৩৭.২৪ ডলার দিয়েছেন।
বৃটিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী আমানি নূরকে এখন বিচারের মুখোমুখি হতে হবে। এ বিচার শেষ হতে দু’সপ্তাহ সময় লাগতে পারে। বিচারক অ্যানড্রু মেনারি কিউসি বলেছেন,এ মামলার বিচার তিনিই করতে পারেন। আর বিচার শুরু হতে পারে এ বছর ৪ঠা নভেম্বর। আমানি নূরের বিচার শেষ হওয়ার পর ওয়েবস্টারের বিচার করা হবে। দু’নারীই এখন শর্তসাপেক্ষ জামিনে রয়েছেন।
অভিযোগে আরো বলা হয়েছে, এই অর্থ সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার হতে পারে এমনটা জেনে অথবা যৌক্তিক কারণে তিনি ওই অর্থ দিয়েছেন।
অন্যদিকে ভিক্টোরিয়া ওয়েবস্টার তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়নের তিন দফা অভিযোগ স্বীকার করেছেন। বলেছেন, ওই অর্থ গতবছর মার্চ থেকে আগস্টের মধ্যে তিনি সরবরাহ করেছেন। আমানি নূরকে তিনি দ্য মার্সিফুল হ্যান্ডস নামের সংগঠনে অর্থ সহায়তা দেয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন বলে স্বীকার করে নিয়েছেন। ওয়েবস্টার স্বীকার করেছেন তিনি গত বছর ২২ এপ্রিল থেকে ৬ই মে পর্যন্ত সময়ে ওই গ্রুপটিকে ২২.৭৭ ডলার, ২৪শে মার্চ থেকে ১৪ই আগস্ট ৩৭.২৪ ডলার দিয়েছেন।
বৃটিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী আমানি নূরকে এখন বিচারের মুখোমুখি হতে হবে। এ বিচার শেষ হতে দু’সপ্তাহ সময় লাগতে পারে। বিচারক অ্যানড্রু মেনারি কিউসি বলেছেন,এ মামলার বিচার তিনিই করতে পারেন। আর বিচার শুরু হতে পারে এ বছর ৪ঠা নভেম্বর। আমানি নূরের বিচার শেষ হওয়ার পর ওয়েবস্টারের বিচার করা হবে। দু’নারীই এখন শর্তসাপেক্ষ জামিনে রয়েছেন।
No comments