রংপুরে আগুনে দগ্ধ আরো ৪ নারীর মৃত্যু
শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও চার নারী মারা গেছেন। রংপুর
বার্ন ইউনিটের সহকারী পরিচালক নূরে আলম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি
বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিন নারী এবং রোববার রাত ১০টার দিকে আরেক
নারীর মৃত্যু হয়। তারা সকলেই শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে
গিয়ে দগ্ধ হয়েছিলেন বলে জানান তিনি। এই মাসের শুরুতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ
হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আরও সাতজন, শনিবার রাতে
দুইজন এবং রোববার সকালে আরও এক নারীর মৃত্যু হয়ছিল।
No comments