বাগদাদে জোড়া বিস্ফোরণে নিহত ২৬
ইরাকের
রাজধানী বাগদাদে পরপর দুটি আত্মঘাতী বোমার বিস্ফোরণে ২৬ জন নিহত হয়েছেন।
সোমবার দুই আত্মঘাতী ব্যক্তি বাগদাদের কেন্দ্রস্থল আল তাইয়ারান স্কয়ারেজোড়া
বোমার বিস্ফোরণ ঘটে বলে জানান ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ডের মুখপাত্র
জেনারেল সাদ মান। খবর এএফপির। এ নিয়ে গত তিন দিনে বাগদাদে দ্বিতীয়বারের মতো
এমন ঘটনা ঘটল। পূর্ব বাগদাদের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদেল ঘানি আল সাদি
জানান, বোমার বিস্ফোরণে এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯০
জন।
No comments