ভারতের কারাগার থেকে যেভাবে পালিয়েছে দুই বাংলাদেশি
কলকাতার
আলীপুর কেন্দ্রীয় সংশোধনাগার (কারাগার) থেকে দুই বাংলাদেশি পালিয়েছে বলে
জানিয়েছে স্থানীয় পুলিশ। পলাতকরা সেখানে বিচারাধীন বন্দি ছিলেন। দুই
বাংলাদেশির সঙ্গে অপর এক ভারতীয় নাগরিকও পালিয়েছে। রোববার সকালে
সংশোধনাগারে বন্দি গণনার সময় বিষয়টি ধরা পড়ে। এর পরই তাদের খোঁজাখুঁজি শুরু
হয়। এ ঘটনার জেরে আলীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, দুই বাংলাদেশি বন্দি হলেন মোহাম্মদ ফারুক হাওলাদার এবং
ফেরদৌস শেখ ওরফে রানা। এর মধ্যে ফারুক ২০১৩ সালে বেআইনি অস্ত্র পাচার ও
ডাকাতি মামলায় গ্রেফতার হয়েছেন। আর ফেরদৌস বেআইনি অনুপ্রবেশ ও ডাকাতির
মামলায় বিচারাধীন আছেন। শনিবার গভীর রাতে আলীপুর সংশোধনাগারের পিছন দিকের
ছয় নম্বর ওয়াচ টাওয়ার সংলগ্ন উঁচু পাঁচিল টপকে তিন বন্দি পালিয়ে যান।
পাঁচিলের ওপাশের রয়েছে আদি গঙ্গা। বন্দিরা তাদের চাদরকে দড়ি হিসেবে ব্যবহার
করেছেন। চাদরের একপ্রান্তে লোহার রড লাগিয়ে তা বাঁকিয়ে পাঁচিলের কাঁটা
তারে বিঁধে ফেলা হয়। তারপর তাতে করে পাঁচিলের উপরে উঠে যান আসামিরা। পাঁচিল
ডিঙ্গিয়ে ওপারে থাকা পেয়ারা গাছ বেয়ে নিচে নেমে পালিয়ে যান তিনজন।
পাঁচিলের পাশ থেকে চাদর ও বাঁকানো লোহার রড উদ্ধার করেছে পুলিশ।
No comments