ভোলায় নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান
দেশের দক্ষিণাঞ্চলের জেলা ভোলার ভেদুরিয়ায় একটি নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে গ্যাস ক্ষেত্রটির সন্ধান পাওয়ার কথা জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) কর্মকর্তারা বলছেন, প্রাথমিক পরীক্ষায় ভোলা নর্থ-১ নামের ওই কূপে গ্যাস আছে বলেই তাদের মনে হচ্ছে।
সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, নতুন ওই ক্ষেত্রে ৬০০ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে আশা করা হচ্ছে। এটি হবে দেশের ২৭তম গ্যাস ক্ষেত্র।
সেখানে খনন করা হলে আরো গ্যাস পাওয়া যাবে বলে সরকার আশা করছে।
বাপেক্সের প্রকৌশলীরা ধারণা করছেন, শাহবাজপুরে ৩৫ বিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস মজুদ রয়েছে। সেখানে থাকা চারটি কূপের মধ্যে তিনটি থেকে প্রতিদিন প্রায় ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা হচ্ছে।
গতবছরের অক্টোবরে ওই গ্যাস ক্ষেত্রের পাশেই নতুন আরেকটি গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়, যার নাম দেয়া হয়েছে ‘শাহবাজপুর ইস্ট-১’।
এই ক্ষেত্রে ৭০০ বিলিয়ন ঘনফুটের মতো গ্যাসের মজুদ থাকতে পারে বলে বাপেক্সের কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) কর্মকর্তারা বলছেন, প্রাথমিক পরীক্ষায় ভোলা নর্থ-১ নামের ওই কূপে গ্যাস আছে বলেই তাদের মনে হচ্ছে।
সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, নতুন ওই ক্ষেত্রে ৬০০ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে আশা করা হচ্ছে। এটি হবে দেশের ২৭তম গ্যাস ক্ষেত্র।
সেখানে খনন করা হলে আরো গ্যাস পাওয়া যাবে বলে সরকার আশা করছে।
বাপেক্সের প্রকৌশলীরা ধারণা করছেন, শাহবাজপুরে ৩৫ বিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস মজুদ রয়েছে। সেখানে থাকা চারটি কূপের মধ্যে তিনটি থেকে প্রতিদিন প্রায় ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা হচ্ছে।
গতবছরের অক্টোবরে ওই গ্যাস ক্ষেত্রের পাশেই নতুন আরেকটি গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়, যার নাম দেয়া হয়েছে ‘শাহবাজপুর ইস্ট-১’।
এই ক্ষেত্রে ৭০০ বিলিয়ন ঘনফুটের মতো গ্যাসের মজুদ থাকতে পারে বলে বাপেক্সের কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন।
No comments